নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি – INDIA জোট নিয়ে বিজেপির মুখে প্রায়ই তাচ্ছিল্যের সুর শোনা গেছে। এবার INDIA জোট দিয়ে বিজেপিকে ঘায়েল করতে নতুন প্রতিশ্রুতির অস্ত্র ছুঁড়লো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এদিন ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারের সভামঞ্চ থেকে অভিষেক বন্দোপাধ্যায় বলেন, INDIA জোট সরকার করলে গ্যাসের দাম ৫০০ হবে।
অভিষেক বন্দোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকার গ্যাসের দাম ২০০ টাকা কমিয়ে জনসমর্থন কুড়োতে চাইছে। আমি কথা দিচ্ছি, কেন্দ্রে INDIA জোট সরকার এলে গ্যাসের দাম ৫০০ টাকায় নামবে।
পাশাপাশি তিনি আরো বলেন, ‘বাংলায় হারার পর সঙ্গে সঙ্গে ডিজেল, পেট্রোলের দাম কমেছিল। মনে আছে! এই BJP জিতলে কী হবে, এই যে ১২০০ টাকা রান্নার গ্যাসের দাম থেকে ২০০ টাকা কমিয়েছে, এরা যদি ২৪ এ আবার জেতে তাহলে গ্যাসের দাম ৩ হাজার টাকা হবে।’
কেন্দ্রের তোপ দেগে অভিষেক বলেন, “প্রধানমন্ত্রী ভাবছেন তাঁর হাতে একটি রিমোট আছে, বোতাম টিপলেই আবাসের টাকা আটকে দেবে, একশো দিনের টাকা আটকে দেবে।” এরপর জনগণের উদ্দেশে তাঁর বার্তা দিয়ে বলেন, “আপনার হাতে ইভিএমের বোতাম আছে। আপনি এখানে ইভিএমে বোতাম টিপবেন, পুরো ৪৪০ ভোল্ট, দিল্লিতে ঝটকা খাবে।”
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে INDIA জোটের বিরুদ্ধে কিছুদিন আগে একটি অস্ত্র ছুঁড়েছে কেন্দ্র সরকার। প্রায় ১৬ মাস পর সাধারণের জন্য একলাফে ২০০ টাকা কমিয়েছে রান্নার গ্যাসের দাম। উজ্জ্বলা প্রকল্পে ৪০০ টাকা কমানো হয়েছে। একাংশের মতে নির্বাচনের আগে সাধারণ মানুষের মন জয় করতেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার।