23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    নয়া ইতিহাস , আইসোটোপ অক্সিজেন-২৮ আবিষ্কার করলেন জাপানের বিজ্ঞানীরা

    নিজস্ব প্রতিনিধি , টোকিও – মহাকাশ গবেষণার ক্ষেত্রে একদিকে তরতর করে এগিয়ে যাচ্ছে ভারতীয় বিজ্ঞানীরা। ঠিক একইভাবে পারমাণবিক বিদ্যার জগতেও নয়া ইতিহাস গড়লেন জাপানের বিজ্ঞানীরা। দীর্ঘ বছর ধরে কষ্টের পর অবশেষে অক্সিজেনের একটি নতুন আইসোটোপ অক্সিজেন-২৮ আবিষ্কার করলেন তারা। এবার দেখার বিষয় এটাই অক্সিজেন-২৮ আইসোটোপটি কোন কোন পথের দিশা দেখাতে সক্ষম। এই পদ্ধতি নিয়েই এখন গবেষণা করবেন জাপানের বিজ্ঞানীরা।

    সূত্রের খবর , টোকিও ইনস্টিটিউশন অফ টেকনোলজির পারমাণবিক পদার্থবিদ ইয়োসুকে কোন্ডোর নেতৃত্বে পদার্থ বিজ্ঞানীদের একটি দল এই অক্সিজেন-২৮ আবিষ্কার করেছে। অক্সিজেন-২৮ শে পরমাণু নিউক্লিয়াসে সবচেয়ে বেশি সংখ্যক নিউট্রনের সন্ধান পাওয়া গিয়েছে। অক্সিজেন-২৮-এ প্রোটনের সংখ্যা ৮ টি এবং নিউট্রনের সংখ্যা ২০ টি। যা এই আবিষ্কারের মূল সাফল্য।

    বিজ্ঞানের হিসেবে , সাধারণত অক্সিজেনে ৮ টি প্রোটন থাকে। নিউট্রনের সংখ্যা ভিন্ন হয়। অক্সিজেন-২৮-এ ম্যাজিক ফিগার প্রোটন ও নিউট্রন থাকায় আনন্দে আত্মহারা জাপানের বিজ্ঞানীরা। তবে এরআগেও অক্সিজেন-২৬-এ ১৮ টি নিউট্রনের সন্ধান পেয়েছিলেন বিজ্ঞানীরা।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img