নিজস্ব প্রতিনিধি , দিল্লি – ট্রাম্পের পর এবার মোদির ট্রামকার্ড হতে চলেছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এরআগে একইভাবে গুজরাতে এসেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৯-১০ই সেপ্টেম্বর ভারতে বসছে জি-২০ সম্মেলনের আসর। জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শোনা যাচ্ছে এরপর ২০২৪ সালের জানুয়ারি মাসে ফের ভারতে আসবেন মার্কিন প্রেসিডেন্ট।
সূত্রের খবর , প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ করা হতে পারে। ইতিমধ্যেই এই প্রসঙ্গে দুই দেশের বিস্তারিত আলোচনা হচ্ছে। দিনে দিনে ভারত-আমেরিকার সম্পর্ক শক্তিশালী হচ্ছে। আগামী বছর বাইডেন ভারতে এলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে। তবে প্রজাতন্ত্র দিবসের আগেই রাম মন্দিরের উদঘাটন। এই গোটা বিষয় নিয়েই এখন সরগরম আন্তর্জাতিক রাজনীতি।
উল্লেখ্য , চলতি বছরেই আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলাইবাহুল ভারত-আমেরিকা সম্পর্ক যত মজবুত হচ্ছে ততই ভয়ে কাঁপছে চীন। আগামী ৯ই সেপ্টেম্বর থেকে জি-২০ সম্মেলন শুরু হলেও ঠিক দু দিন আগেই অর্থাৎ আগামী ৭ সেপ্টেম্বর ভারতে চলে আসবেন জো বাইডেন। এই সম্মেলনে অংশ নিতে ভারতে আসবেন না চীনের প্রেসিডেন্ট।