নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – বলিউডে ফিট অভিনেতা হিসেবে তার জুড়ি মেলা ভার। হৃতিক রোশন। অভিনয় দক্ষতা নিয়ে তো আছেই তার সঙ্গে বিতর্কও কম নয়। ২০১৪ সালে সুজানের বিবাহ বিচ্ছেদ করেন অভিনেতা। ডিভোর্সের পর একটা লম্বা সময় তিনি একা সময় কাটিয়েছিলেন। অনেকগুলি বছর পর অভিনেতার জীবনে আবারও প্রেম এসেছে। ১৭ বছরের ছোট প্রেমিকা সাবার সঙ্গে প্রেম করছেন অভিনেতা হৃতিক। শুক্রবার মুম্বাইয়ের এক রেস্তোরার সামনে ফ্রেম বন্দী হৃতিক ও সাবা। সঙ্গে ছিলেন হৃতিকের দুই ছেলে।
কিছুদিন আগে আর্জেন্টিনা ভ্রমণে গিয়েছিলেন হৃতিক ও সাবা। শুক্রবার রাতে হাক্কাসান রেস্তোরাঁর সামনে দেখা গেলো সপরিবাকে। ডিনার ডেটে এসেছেন তারা। সাদা শার্ট ও খাকি প্যান্টে ধরা দিলেন হৃতিক এবং নীল ড্রেসে সাবা। হৃতিকের দুই ছেলে রেহান ও রিদানও সঙ্গে ছিলেন। রেহান পড়েছিলেন কালো টি-শার্ট ও চারকোল প্যান্ট এবং রেদান সাদা শার্ট আর ছাই রঙা ট্রাউসার।
সোশ্যাল মিডিয়ায় ছবি দেখা মাত্রই ট্রোলিং শুরু হয়ে যায়। কেউ কেউ বলেন,” তিন সন্তানের সঙ্গে ডিনারে এসেছে বাবা”। আরেক জন লিখছেন,” হৃতিকের মেয়ে আছে জানতাম না”। কিন্তু এইসব কিছুকেই পাত্তা দেননা দুজনের কেউই। নিজেদের মতো প্রেমে মশগুল তারা। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পার্টি সর্বত্রই তাদের একসঙ্গে দেখা যায়। রোশন পরিবারের এবং হৃতিকের দুই ছেলেরও খুব কাছের হয়ে উঠেছেন সাবা। শীঘ্রই আগামীতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘ফাইটার’ ছবিতে দেখা যাবে অভিনেতাকে।