নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর – করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তে এক নয়া মোড়। শনিবার রেলের তিন আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল সিবিআই। জুলাই মাসের শুরুতে বালাসোর করমন্ডল রেলের তিন কর্মচারীকে গ্রেফতার করেছিল সিবিআই। অভিযুক্তদের মধ্যে রয়েছে অরুণ কুমার মহন্ত, মোহম্মদ আমির খান এবং পাপ্পু কুমার।
সূত্রের খবর, শনিবার ভুবনেশ্বরের বিশেষ সিবিআই আদালতে বালাসোর ট্রেন দুর্ঘটনা মামলার চার্জশিট পেশ করেছে সিবিআই। অনিচ্ছাকৃত হত্যা এবং প্রমাণ লোপাটের পাশাপাশি রেলওয়ের আইনের ১৫৩ ধারাতেও অভিযুক্ত করা হয়েছে ওই তিন রেল আধিকারিককে।
সিবিআইয়ের ওই চার্চশিট দাবি করছে, ওই ট্রেন যাওয়ার সময় পরীক্ষা-নিরীক্ষা, ওভারহলিং এবং সংকেত ব্যবস্থা ও ইন্টারলকিং ব্যবস্থাগুলির বদল, অনুমোদিত পরিকল্পনা এবং নির্দেশ অনুযায়ী হয়েছে সব কাজ হয়েছে কি না তা দেখার দায়ভার ছিল ওই অভিযুক্ত রেল অধিকারীকদের উপর। কিন্তু এই দায়িত্বগুলির কোনোটাই করেন নি তারা।
প্রসঙ্গত, গত ২ জুন বালাসোরের কাছে একটি রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে করমন্ডল এক্সপ্রেস। এরপর করমন্ডল এক্সপ্রেসের কয়েকটি বগি পাশের লাইনে উঠে। তখনই উল্টো দিক থাকা আসা বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ওই বগিগুলোকে ধাক্কা মারে। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় সেই সময়। এই ঘটনায় ২৯০ জনেরও বেশী লোকের মৃত্যু হয়েছে। সিআরএস রিপোর্টে দুর্ঘটনার কারণ হিসাবে সংকেত বিভাগের কর্মীদের মানবিক ত্রুটিকেই চিহ্নিত করেছে। এটি মানব ইতিহাসে অন্যতম মর্মান্তিক ঘটনা বলে চিহ্নিত রয়ে গেছে।