23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ভাঙা হল কুলিক এক্সপ্রেসের ভিস্তাডোম কোচের জানলা, গ্রেপ্তার ২

    নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর – বন্দে ভারত এক্সপ্রেসের পর ঢিল উড়ে এল বিলাসবহুল ভিস্তাডোম কোচের গায়ে। তার জেরে ভাঙল জানলার কাঁচ। শুক্রবার সন্ধ্যায় হাওড়া থেকে রাধিকাপুরগামী কুলিক এক্সপ্রেস ট্রেন ঝিটকিয়া স্টেশন পেরিয়ে রায়গঞ্জ যাওয়ার সময় পাথরের আঘাত খায়। পাথরের আঘাতে ভেঙে যায় বিলাসবহুল ভিস্তাডোম কোচের কাঁচ। এরপরই ঘটনার তদন্ত শুরু করে আরপিএফ ও পুলিশ।

    আজ সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরপিএফ। রেল সূত্রে খবর, রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি ভিস্তাডোম কোচ লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। বেশ কয়েকটি পাথর কাঁচে এসে লাগে। যার ফলে ভিস্তাডোম কোচের একটি জানলা ভেঙে যায়।

    শুক্রবার সন্ধ্যায় ৬ টা নাগাদ ট্রেনটি কালিয়াগঞ্জ রেল স্টেশনে পৌঁছলে বিষয়টি সাধারণ মানুষের চোখে পড়ে। এই বিষয়ে কাটিহার ডিভিশনের সিপিআরও সব্যসাচী দে জানিয়েছেন, পাথর ছোঁড়ার ঘটনা সঠিক। তারপরই এই দু’জনকে গ্রেফতার করা হয়। তারা সুভাষগঞ্জ দাসপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। একজনের নাম সনু কর্মকার এবং আরেকজনের নাম হৃদয় দাস। অভিযুক্তরা মত্ত অবস্থায় ছিলেন বলেও জানা গিয়েছে। আপাতত তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে আরপিএফ।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img