নিজস্ব প্রতিনিধি , চেন্নাই – হিন্দু ধর্ম নিয়ে ফের বিতর্কিত মন্তব্য। আর এই মন্তব্যের জেরে ক্ষোভে ফুঁসছে সনাতনীরা। এদিন সনাতন ধর্মকে ডেঙ্গু-ম্যালেরিয়ার তুলনা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র উদয়ানিধি স্ট্যালিন। এদিকে স্ট্যালিনের এমন মন্তব্যের পরেই তাকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য।
সূত্রের খবর , সম্প্রতি ‘সনাতন অ্যাবলিশন কনফারেন্সে’ নামে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ছেলে উদয়ানিধি স্ট্যালিন। সেই অনুষ্ঠান থেকেই বিস্ফোরক মন্তব্য করে স্ট্যালিন বলেন, ‘বেশকিছু জিনিস আছে , যার কখনো প্রতিবাদ করা যায় না। আমার মনে হয় এবার আসলে সেই বিষয় গুলির অবলুপ্তি ঘটানো প্রয়োজন। আমরা তো ডেঙ্গু , মশা , ম্যালেরিয়া বা করোনার বিরোধিতা করি না। সমস্যা হলে আমরা তা নির্মূল করি। ঠিক একইভাবে এবার আমাদের আমাদের সনাতন ধর্মকে নির্মূল করতে হবে। নয়তো এই বিতর্ক গোটা দেশকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। দেশে ক্রমেই বিভাজন বাড়ছে’।
এই ভিডিও ভাইরাল হতেই বিজেপি আই টি সেলের প্রধান অমিত মালব্য পাল্টা বলেন, ‘তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এমকে স্ট্যালিনের পুত্র উদয়ানিধি স্ট্যালিন, যিনি ডিএমকে সরকারের একজন মন্ত্রী, তিনি সনাতন ধর্মের সঙ্গে ম্যালেরিয়া ও ডেঙ্গুর তুলনা করেছেন। তার মতে প্রতিবাদ নয় , নির্মূল করা দরকার। এককথায় ভারতের ৮০ শতাংশ মানুষের গণহত্যার প্ররোচনা, যারা সনাতন ধর্মকে অনুসরণ করেন। ডিএমকে বিরোধী জোটের উজ্জ্বল এক সদস্য। তাই কি ওরা মুম্বাইয়ে বৈঠক করতে রাজি হয়েছিল? আর এই গোটা বিষয় নিয়ে ইন্ডিয়া চুপ কেন? সনাতন ধর্মকে নিয়ে এত কিসের সমস্যা?’ যদিও অমিত মালব্যের এই প্রসঙ্গকে কোন রাজনৈতিক নেতাই তেমন আমল দিচ্ছে না।