নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ – অনেকটা সত্যি হতে চলেছে দ্যা কেরালা স্টোরির গল্প। কারণ যাদের বসবাস মূলত ইরান-ইরাকের মতো দেশে , এবার সেই আই এস জঙ্গিদের হদিশ মিললো পাঞ্জাবে। তবে তা ভারতে নয় , পাকিস্তান পাঞ্জাবে। ইতিমধ্যেই এই ৫ মহিলা জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। বলাইবাহুল দিনে দিনে পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা উত্তরোত্তর বেড়েই চলেছে। চলতি বছরেই ১০০-র বেশি ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর সন্ত্রাসবাদীদের গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে এবার পুলিশের জালে ধরা প্রথম পরল ৫ জন মহিলা আইএস জঙ্গি। এই প্রথমবার মহিলা আইএস জঙ্গি গ্রেফতার হল পাকিস্তানে।
এদিন গোপন সূত্রে খবর পেয়ে লাহোর এবং শেখুপুরায় তল্লাশি চালায় পাঞ্জাব পুলিশের জঙ্গি দমন বিভাগ। সেখান থেকেই এই ৫ জন মহিলা আইএস জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এদের নাম আইমান, জাভেরিয়া, সাদিয়া, ফাইজা ও ফাখরা। গ্রেফতারের সময় এই ৫ মহিলা আইএস জঙ্গিদের থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্রশস্ত্র, নগদ অর্থ, নিষিদ্ধ নথি ও বেশ কিছু মোবাইল ফোন।
ইতিমধ্যেই অভিযুক্ত ৫ জন মহিলা আইএস জঙ্গিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের ধারায় মামলা রজু করা হয়েছে। তাদের এক অজ্ঞাত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। অভিযুক্তরা দায়েশ (ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড দ্য লেভান্ট)–এর সক্রিয় সদস্য। তবে কি উদ্যেশ্যে এই ৫ মহিলা জঙ্গি পাকিস্তানে ঢুকেছে সেটাই এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে।