23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    স্তব্ধ গোটা বাংলাদেশের রেল যোগাযোগ , তীব্র সংকটে মানুষ

    নিজস্ব প্রতিনিধি , ঢাকা – কর্মব্যস্ত দিনের সকাল থেকেই রেল অবরোধের জেরে স্তব্ধ গোটা বাংলাদেশ। সকাল থেকেই বাংলাদেশের মালিবাগ রেললাইনে চলছে অবরোধ। এদিকে এই অবরোধের জেরে তীব্র সংকটের মুখে পড়েছে গোটা দেশবাসী। স্টেশনে উপচে পড়ছে ভিড়। একবিন্দু এগোচ্ছে না ট্রেনের চাকা। মূলত চাকরি স্থায়ীকরণের দাবিতে আজ সকাল থেকে মালিবাগ রেললাইন অবরোধ শুরু করেছে রেলের অস্থায়ী কর্মচারীরা। এরজেরে ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন গোটা দেশের রেল যোগাযোগ।

    তবে এদিনের এই অবরোধ প্রসঙ্গে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিক ফেরদৌস আহমেদ জানিয়েছেন, ‘আজ সকাল ১০ টা থেকে মালিবাগ রেললাইন অবরোধ শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী কর্মীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে এই অবরোধ করেছেন। আমরা তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছি। গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে রেলওয়ে আধিকারিকরা আসছেন। আশা করা যাচ্ছে আগামী কালকের মধ্যেই গোটা পরিস্থিতি ঠিক হয়ে যাবে’।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img