নিজস্ব প্রতিনিধি , দিল্লি – অনেকটা ডেঙ্গুর উপসর্গ নিয়ে ফের অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। পরিস্থিতি এতটাই উদ্বেগের যে , তড়িঘড়ি তাকে দিল্লির হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গত শুক্রবারই মুম্বাইয়ে বিরোধী জোটের বৈঠকের পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন সোনিয়া গান্ধী। হাসপাতালে ভর্তি করানোর পর তার সুস্থতার আরোগ্য কামনা শুরু করছেন কংগ্রেস কর্মীরা। বেশ কিছু কংগ্রেস নেতা কর্মী ইতিমধ্যেই হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন।
সূত্রের খবর , গতকাল দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে সোনিয়া গান্ধীকে। জ্বর , মাথা ব্যথা সহ একাধিক ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে সোনিয়া গান্ধীকে। তবে হাসপাতাল সূত্রের খবর , বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। তবে আপাতত বেশ কয়েকদিন চিকিৎসকদের নজরদারিতে থাকতে হবে সোনিয়াকে।
প্রসঙ্গত , চলতি বছরের শুরুতেই গত ১২ই জানুয়ারি ফুসফুসের সংক্রমণ নিয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া। এরপর ফের ২রা মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সব মিলিয়ে এই নিয়ে চলতি বছরে তিনবার হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী।