নিজস্ব প্রতিনিধি , কলকাতা – রবিবাসরীয় সকালে মহানগরে বিপত্তি। স্টিফেন কোর্টের কার্নিশের একাংশ ভেঙে আহত হলেন এক ব্যক্তি। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জানা গেছে আহত ব্যাক্তির নাম মনোজ। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , মনোজ নামের ওই ব্যক্তিটি আজকে সকালে কোনো একটি কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন। আর সেই সময় পার্ক স্ট্রিটের ফাঁকা রাস্তা দিয়ে যাওয়ার সময় স্টিফেন কোর্টের কার্নিশের একাংশ ভেঙে পরে ওই ব্যাক্তির মাথার ওপর। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়।
যুবকের মাথায় কয়েকটি সেলাই পড়েছে। যদিও রাস্তায় এদিন ভির থাকতো আরও অনেকে আহত হতো। জানা গেছে টানা কয়েকদিন বৃষ্টির কারণে এই ঘটনা ঘটেছে। আর এই স্টিফেন কোর্ট ৯৯ বছরের পুরনো বাড়ি। ব্রিটিশ আমলে বাড়িটি তৈরি হয়েছিল। তবে পুলিশ ইতিমধ্যেই এলাকা ঘিরে ফেলেছে। এখন ওই ভবনের সামনে দিয়ে যাতায়াত করতে দিচ্ছে না পুলিশ।
স্থানীয় এক ব্যাক্তি জানিয়েছেন, ‘এদিন একটি লোক স্টিফেন কোর্টের নিচে দিয়ে যাওয়ার সময় কোর্টের কার্নিশ ভেঙে পরে ওই ব্যাক্তির মাথার ওপর। তারপর তাকে পুলিশ এসে হাসপাতালে নিয়ে গেছে। তবে এই রোজ বৃষ্টির কারণে কলকাতার অনেক পুরানো বাড়ির ইট এই ভাবে খসে পরছে।’