নিজস্ব প্রতিনিধি , কলকাতা – শহরে ফের বেটিং চক্রের পর্দা ফাঁস। গতকাল ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীনই ওয়াটার লু স্ট্রিটে গাড়ির মধ্যে চলছিল বেটিং। আর এরপরেই এই ঘটনায় ২ জনকে আটক করেছে লালবাজার পুলিশ। এছাড়াও তাদের কাছ থেকে গাড়ি , তিনটি ফোনও বাজেয়াপ্ত করেছেন পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , গতকাল ভারত পাকিস্তানেই ম্যাচ চলছিল। আর সেই সময় ওয়াটার লু স্ট্রিটে গাড়ির ভিতর বসে সত্যেন্দ্র যাদব এবং সুমিত সিং নামে দুই ব্যক্তি ক্রিকেট বেটিং র্যাকেট চালাচ্ছিলেন। সেইসময় তারা দুজনেই পুলিশের হাতে গ্রেফতার হন। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করেছে।
এই দুজন অভিযুক্ত হাওড়ার বাসিন্দা। এদিন তাদের পুলিশ গ্রেফতার করে তদন্ত করে দেখেন এই ঘটনার সঙ্গে আরও কেও জড়িত আছেন কিনা। এছাড়াও অভিযুক্তদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, গাড়ি আরও অন্যান্য বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ।