23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    তৃণমূল ছাড়া আর কোনও দল না, হুমকি টিএমসিপি নেতার

    নিজস্ব প্রতিনিধি, বীরভূম – বীরভূমের কলেজে হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়ুয়াদের হুমকি দিলেন TMCP নেতা। বীরভূমের কলেজে হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়ুয়াদের হুমকি দিলেন তিনি। আর সেই অডিও ইতিমধ্যেই ভাইরাল।

    তা তাঁর বিরুদ্ধে কী অভিযোগ?

    যা জানা যাচ্ছে, সম্প্রতি একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে টিএমসিপি নেতাকে বলতে শোনা গেছে, ‘আমরা নরমভাবে কথা বলি বলে ভেব না যে আমরা নরম। সামলাতে পারবে তো আমাদের?’ এমনই কথা শোনা গেছে TMCP-এর ময়ূরেশ্বর ১ নং ব্লকের সভাপতি নাজমুল হোসেনের গলায়।

    বীরভূমের মল্লারপুরের টুরকু হাঁসদা লাপসা হেমব্রম মহাবিদ্যালয়ের TMCP-র হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো এই অডিও বার্তা ইতিমধ্যেই ভাইরাল। অভিযুক্ত নাজমুল হোসেন ওই কলেজের TMCP ইউনিট সভাপতি। তিনি ময়ূরেশ্বর ১ নং ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিও। টিএমসিপি ছাড়া অন্য কোনও রাজনৈতিক দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে জোর করে রিমুভ করানো হবে বলে অডিও বার্তায় পড়ুয়াদের হুমকি দেন তিনি। অভিযোগ, তিনি বলেছেন, ‘সমস্ত গ্রুপ থেকে লেফট হয়ে যাও। আর নাহলে কিন্তু আমরা সমস্ত ছেলেমেয়েকে একটা ক্লাসরুমে ভরব, ক্লাসরুমে ভরে আমাদের সামনে রিমুভ হতে হবে। একদম স্পষ্টভাবে জানিয়ে দিলাম, কড়াভাবে জানিয়ে দিলাম। কলেজ ভোট আসছে। কলেজে একটাই দল থাকবে তৃণমূল ছাত্র পরিষদ। একটাই ঝান্ডা উড়বে। শিক্ষার প্রগতি, সঙ্ঘবদ্ধ জীবন, দেশপ্রেম। এর বাইরে আর কিচ্ছু হবে না। আমরা নরমভাবে কথা বলি বলে ভেব না যে আমরা নরম।’

    ওই অডিও বার্তার কণ্ঠস্বর তাঁর বলে স্বীকার করলেও, হুমকি দেওয়া হয়েছে বলে মানতে নারাজ টিএমসিপি নেতা। তাঁর কথায়, ‘হুমকি কোথায় দিয়েছি। ওটা তো ভালবেসে শাসন করেছি। অন্য ভুলভাল গ্রুপে যাতে জয়েন না করে। ওখানে শুধু টিএমসিপিই থাকবে।’

    বিষয়টি নিয়ে মল্লারপুরের টুরকু হাঁসদা লাপসা হেমব্রম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিত চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা কলেজ ক্যাম্পাসের বিষয় নয়, কেউ যদি মনে করে হুমকি দিয়েছে তারা প্রশাসনকে বলুক। প্রশাসনের দায়িত্ব এটা।’ আপাতত এই ভাইরাল অডিও-র পর এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের পক্ষ থেকে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img