নিজস্ব প্রতিনিধি , কলকাতা – টলিপাড়ার অন্যতম ও জনপ্রিয় জুটি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার। ২০০৮ সালের হিট ছবি ‘চিরদিনই তুমি যে আমার’। বাংলা ইন্ডাস্ট্রির এই সিনেমার প্রেম কাহিনী ভক্তদের কাছে রীতিমত আলোড়ন ফেলেছিল। ‘চিরদিনই তুমি যে আমার’ সেটেতেই প্রেমে পড়েন রাহুল ও প্রিয়াঙ্কা। দুই বছর প্রেম করে ২০১০ সালে বিয়ে করেন তারা। কিন্তু বিয়ের ১০ বছর পর তাদের ডিভোর্সের কথা শোনা যায়। তবে কিছুদিন যাবত শোনা যাচ্ছিল তারা আবারও নাকি এক সঙ্গে থাকবেন সংসার শুরু করবে।
২০২২ সালে প্রিয়াঙ্কা, রাহুল এবং তাদের একমাত্র ছেলে সহজকে একসঙ্গে দেখা যায়। ডিভোর্সের মামলা দায়ের করা থেকে সহজ তার মায়ের কাছেই থাকতেন। ২০২৩ সালে দোলের পর থেকে তাদের সম্পর্কের টানপোড়েন কমতে থাকে। এখন অনুরাগীদের মনে একটাই প্রশ্ন জাগছে তাহলে কি তারা আবার একসঙ্গে থাকতে শুরু করবেন?
এরইমাঝে সোশ্যাল মিডিয়ায় রাহুল তার ও প্রিয়াঙ্কার বিয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,”চলুন ঘুরে আসা যাক আমার আর প্রিয়াঙ্কার বিয়ের লাইভ কভারেজ থেকে , আজকের বিষয় বিবাহ অভিযান”। সেই ছবি দেখে অনুরাগীরা বেজায় খুশি। কেউ কেউ কমেন্ট করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তবে সেই ছবির পোস্টের আরেকটি কারণও আছে। রাহুল শ্রুতিনাটক পাঠ করেছেন যা একটি বিয়ে কেন্দ্রিক। সেটারই প্রচার করেছেন নিজের বিয়ের ছবি দিয়ে।
এক সাক্ষাৎকারে রাহুল জানান,” সহজকে মানুষ করার জন্য তারা তাদের সম্পর্কের টানাপোড়েন মিটিয়ে নিয়েছে। উইকেন্ডে আমরা একসঙ্গেই সময় কাটাই। আমরা স্বামী স্ত্রী ছিলাম, এখনও সেটাই আছি”। ২০১৮ থেকে ২০২৩ ডিভোর্সের কেস চলে। অতঃপর তারা সিদ্ধান্ত নেন তারা তাদের সম্পর্ক ঠিক করে নেবেন।