নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি – আগামী ৫ই সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। বিজেপি বিধায়কের মৃত্যুর কারণে ধূপগুড়ি কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিজেপি হাত থেকে ধূপগুড়ি দখল করতে শুরু থেকেই জোর কদমে প্রচার চালিয়েছে তৃণমূল। আজ ছিল প্রচারের শেষ দিন। এই শেষ দিনের প্রচারে হুডখোলা জিপে ধূপগুড়ি মাতালেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং মন্ত্রী ফিরহাদ হাকিম।
ধূপগুড়ির এই কেন্দ্রে বিজেপির বিধায়ক ছিলেন বিষ্ণুপদ রায়। তার মৃত্যুর কারণেই এই আসনে ফের ভোট হতে চলেছে। আগামী ৫ই সেপ্টেম্বর হতে চলেছে ভোটগ্রহণ। এরপর আগামী ৮ তারিখ বের হবে ভোটের ফল। এদিকে নির্বাচন কমিশন বলছে , রবিবার পর্যন্তই ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের প্রচার করা যাবে। তারপর আর করা যাবে না প্রচার। তাই শেষদিনের প্রচারে কেউই কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ।
তৃণমূলের পক্ষ থেকে ধুপগুড়ি উপনির্বাচনে প্রার্থী হয়েছেন অধ্যাপক নির্মল চন্দ্র রায়। রবিবার দুপুরে অধ্যাপক নির্মল চন্দ্র রায়কে সঙ্গে নিয়ে হুডখোলা জিপে চড়ে ভোট প্রচার করেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং কলকাতার মহা নাগরিক ফিরহাদ হাকিম। এদিন সাধারণ মানুষের মাঝে ঘুরে বেরিয়ে তৃণমুল প্রার্থীকে জয়ী করার আবেদন জানান তারা।