23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    বেসরকারি বাসের ধর্মঘট, সমস্যা বাড়তে চলেছে যাত্রীদের

    নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা – আবারও এক সর্বনাশা পরিবহন ধর্মঘটের সাক্ষী হতে চলেছে দক্ষিণ ২৪ পরগণার মানুষ। আগামীকাল অর্থাৎ সোমবার থেকে তিনদিনের ধর্মঘটের ডাক দিয়েছে বেসরকারি বাস সংগঠনগুলি। আর তার জেরেই চরম ভোগান্তির মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা।

    কিন্তু হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত? বাস চালকদের দাবি, বাসের উপর পুলিশি হয়রানি, অবৈধ যান চলাচলের বিরুদ্ধেই এই ধর্মঘট। মূলত, দক্ষিণ ২৪ পরগণার নামখানা,পাথরপ্রতিমা, কাকদ্বীপ, ডায়মন্ডহারবার, রায়দিঘি সহ একাধিক রুটে আগামী সোমবার থেকে তিন দিনের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে মালিক সংগঠনগুলি।

    বাসের চালকদের কথা অনুযায়ী, এখন বাসের বিভিন্ন ক্ষেত্রে খরচা বেড়ে গেছে। পুলিশকে দিতে হয়, ফাইন অতিরিক্ত হারে বেড়ে গেছে, বাসের বিভিন্ন পার্টসের দাম বেশি, এই সব করে বাস মালিকদের লাভ তো হচ্ছেই না, উলটে ক্ষতি হচ্ছে। আর তাঁর মধ্যে রাস্তায় বেড়ে গেছে অতিরিক্ত হারে টোটো-অটোর সংখ্যা। যাদের কাগজ পত্র নেই, অথচ লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাঁদের আয়। এই সবের জন্যেই পুলিশের জুলুম, বেআইনি গাড়ি রুখতে এই পদক্ষেপ নিয়েছে বাস শ্রমিক সংগঠনের সম্পাদকরা।

    অন্যদিকে, বাস বন্ধ থাকবে এই খবর পেতেই আজ থেকে বাসের নিত্যযাত্রীরা তাড়াতাড়ি ঘর মুখি হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে সরকারি বাস চলছে তার উপরে ভরসা নেই যাত্রীদের, ভরসা সেই বেসরকারি বাসের ওপর। আর সেই বাসই বন্ধ থাকবে তিন দিন, পর্যটকরা এতে বিপদে পড়বে বলেই মত বাকিদের।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img