23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    যাদবপুর কান্ডে গ্রেফতার অধ্যাপক রানা রায়

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে হুমকি চিঠি। এই ঘটনায় অভিযোগ উঠেছে এক অধ্যাপকের বিরুদ্ধে। এবার সেই অধ্যাপকে গ্রেফতার করলেন পুলিশ। অন্য এক মহিলাকে শ্লীলতাহানীর করার অভিযোগ এই ‘অধ্যাপক’ রানা রায়কে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে ভুবনেশ্বরের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা গেছে , বেলগাছিয়ার বাসিন্দা এক মহিলা রানা রায়ের বিরুদ্ধে গত ২ সেপ্টেম্বর টালা থানায় অভিযোগ দায়ের করেন। ওই মহিলার অভিযোগ গত চার বছর ধরে রানা তাকে উত্ত্যক্ত করছেন। এমনকি মাঝে মাঝে কুপ্রস্তাব দিয়ে তাকে চিঠিও পাঠানো হতো। এরপর গত ১৭ অগস্ট এলআইজি আবাসনের ভিতর তাকে জড়িয়ে ধরেন রানা। এর পরই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

    আর সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির পর ধৃতকে টালা থানায় নিয়ে আসা হয়েছে। আজ তাকে আদালতে পেশ করা হবে। রানা বর্তমানে কয়েক বছর ধরে বেলগাছিয়ায় থাকলেও তিনি আসলে কোচবিহারের বাসিন্দা। এছাড়াও রানা নামে ওই অধ্যাপক এলাকার দোকানদার এবং বাজার ব্যবসায়ীদের কাছ থেকে টাকাও ধার করেছিলেন। সেই টাকা ফেরত দেননি। টাকার সব মিলিয়ে প্রায় ৬২ হাজার।

    ওদিকে তার বিরুদ্ধে যাদবপুর থানায় দায়ের হওয়ার অভিযোগের ভিত্তিতেও তদন্ত চলছে। তার বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকেে হুমকি চিঠি পাঠানোর অভিযোগ ওঠে। যাদবপুর থানায় ভারতীয় দন্ডবিধির ৫০৬, ৫০৯ এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছিল অভিযুক্ত ‘অধ্যাপক’ রানার বিরুদ্ধে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img