নিজস্ব প্রতিনিধি, কলকাতা- গত ৯ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনা ঘটে। র্যাগিংই ছিল এই মৃত্যুর কারন। যা নিয়ে রীতিমত তোলপাড় হয়েছে গোটা বাংলা। এই ঘটনায় ইতিমধ্যেই ২৫ দিন পার হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দল। মূলত বিশ্ববিদ্যালয়ে খতিয়ে দেখা হবে ব়্যাগিং সংক্রান্ত নিয়ম মানা হচ্ছে কি না। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করতে পারে ইউজিসি প্রতিনিধিরা এমনটাই জানা গেছে।
সূত্রের খবর, সোমবার সকাল ১১ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপস্থিত হন ইউজিসির চার সদস্যের প্রতিনিধি দল। বিশ্ববিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা নিয়ে ক্ষতিয়ে দেখেন তারা। এমনকি হোস্টেল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলতে পারেন বলে জানা গিয়েছে। ক্ষতিয়ে দেখবেন আর র্যাগিংয়ের মতো ঘটনা ঘটছে কি না। আর ছাত্র মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ জানান, ‘আমাদের সঙ্গে তাঁরা দেখা করতে চেয়েছেন। খুশি নন বলে, তেমনটা নয়। তাঁরা ভিজিট করতে এসেছেন, তাঁদের দেখা করার আছে বা কারও সঙ্গে কথা বলার আছে। আমাদের বলেছেন ভিজিট করতে আসছি, আর কিছু নয়।’ তাঁর দাবি, ব়্যাগিং নিয়েই যে ইউজিসি-র প্রতিনিধিরা দেখা করতে এসেছেন এই বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই। পাশাপাশি তিনি বলেন, ‘ইউজিসি কী করতে এসেছে, তারাই জানে। আমাদের এখনও পরিষ্কার করে বলেনি।’
অন্যদিকে খবর পাওয়া গেছে, আগামী মঙ্গলবার ইসরোর প্রতিনিধি দলও উপস্থিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয় খতিয়ে দেখতে মঙ্গলবার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। এমনকী এই দিনেই সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে দেখবে ইসরোর প্রতিনিধি দল এমনটাই খবর।