নিজস্ব প্রতিনিধি , কলকাতা – জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়র নাম বলাছে ইডি সিবিআই। এমনটাই একটি চিঠির মাধ্যমে দাবি করেছিলেন কুন্তল ঘোষ। এবার সেই চিঠি মামলায় এবার আদালতের ভর্ৎসার মুখে CBI। আলিপুরের বিশেষ সিবিআই কোর্টের বিচারক এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভর্ৎসনা করেন। বিচারক অর্পণ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আদালতের নির্দেশ অগ্রাহ্য করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যা কোনওভাবেই কাম্য নয়।
ইডি – সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদের নামে তাকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছে বলে অভিযোগ করে আদালতকে চিঠি দেন কুন্তল ঘোষ। একই অভিযোগ জানিয়ে প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় অভিযোগ করেন তিনি। কুন্তল যেদিন এই অভিযোগ করেন ঠিক তার আগের দিন এক সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, সারদাকান্ডে গ্রেফতার কুণাল ঘোষ, মদন মিত্রকে দিয়ে তার নাম বলানোর চেষ্টা হয়েছিল।
অভিষেকের মন্তব্যের পরদিনই কেন কুন্তল একই ধরণের অভিযোগ করলেন তা নিয়ে প্রশ্ন ওঠে। এমনকী ওই চিঠি কুন্তল নিজে লিখেছেন কি না তা জানতে জেলের সিসিটিভি ফুটেজ পরীক্ষার নির্দেশ দেয় আদালত। কুন্তল ঘোষের চিঠি মামলায় সিবিআই ও কলকাতা পুলিশকে যৌথভাবে তদন্তের নির্দেশ দিয়েছিলেন আলিপুর আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়।
এর পর এদিন তদন্ত আর এগোয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছে আদালত। এদিন আদালতে কলকাতা পুলিশের তরফে জানানো হয়, সিবিআই অভিযোগকারী ও অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে আগ্রহী নয়। তাই কলকাতা পুলিশও কিছু করতে পারছে না। এর পরই সিবিআইকে ভর্ৎসনা করে বিচারক বলেন, এক্ষেত্রে আদালতের নির্দেশ অগ্রাহ্য করা হয়েছে। যা মোটেও প্রত্যাশিত নয়।