নিজস্ব প্রতিনিধি , নেপায়িত – শান্তি পরিস্থিতির মধ্যেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠলো মায়ানমার। সাধারণ জায়গা নয় , এবার সরাসরি সরকারি কম্পাউন্ডে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটল। এই হামলার জেরে মৃত্যু হয়েছে ৫ জনের। গুরুতর আহত হয়েছেন ১১ জন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে , হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মায়ানমার প্রশাসন।
সূত্রের খবর , রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মায়ানমারের সীমান্ত হাব মিয়াওয়াদিতে। এই স্থানে জেলা পুলিশ অফিস ও জেনারেল প্রশাসনের দফতর রয়েছে। আচমকা এই স্থানে এদিন পরপর ২ টি বোমা ফেলা হয়েছে। বিস্ফোরণে মৃতদের মধ্যে রয়েছেন একজন সামরিক কর্তা, দুজন পুলিশ কর্তা, দুজন প্রশাসনিক কর্মকর্তা।
এছাড়াও আহত হয়েছেন ১১ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মকর্তারা। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। কারা এই হামলা চালিয়েছে, তা জানতে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।