23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    দুর্গা-মহিষাসুর তৈরি , শিবকে নিয়েই চলছে যত গুঞ্জন

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – দুর্গাপুজোর বাকি মাত্র আর হতেগোনা কিছু দিন। আকাশে বাতাসে পুজোপুজো ভাব।ইতিমধ্যেই সকলেই শপিং করা শুরু করে দিয়েছেন। খুঁটিপুজোও হয়ে গিয়েছে ক্লাবে ক্লাবে আর প্রস্তুতি পর্বও।
    এখন চারদিকেই প্যান্ডেলে প্যান্ডেলে থিমের রমরমা। আর মহালয়ের দিন থেকেই বাঙালির আবেগ শুরু হয়।

    মহালয়ের সকালে বাঙালির ঘুম ভাঙে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলার আওয়াজে। আর তারপর টিভি খুলে মহিষাসুরমর্দিনী দেখতে বসা। কোন চ্যানেলে কোন অভিনেত্রী দুর্গার চরিত্রে দেখা যাবে সেই নিয়ে অধীর আগ্রহে বসে থাকেন অনুরাগীরা। বেশ রেষারেষি চলে চ্যানেলগুলির মধ্যে কার অনুষ্ঠান সেরার সেরা হবে। রাখির দিন ইতিমধ্যেই জেনে গেছি যে স্টার জলসায় পার্বতী চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিকে। যতবারই তিনি দুর্গা হয়েছেন বরাবরই তাকে পছন্দ করেছেন দর্শকরা।

    সূত্রের খবর অনুযায়ী , জি বাংলার মহালয়ের অনুষ্ঠানে দেবীর রূপে জি বাংলার অভিনেত্রীদেরই দেখা যাবে। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘নবপত্রিকা’। দুর্গা চরিত্রে দেখা যাবে ‘জগদ্ধাত্রী‘ সিরিয়ালের নায়িকা অঙ্কিতাকে। দেবী উমা হয়ে জী বাংলার পর্দায় আবার দেখা মিলবে দিতিপ্রিয়াকে। শিব চরিত্রে দেখা মিলবে ‘ফুলকি’ সিরিয়ালের রোহিতকে। আর মহিষাসুর হবেন ডান্স বাংলা ডান্সের অর্ণব। দেখার বিষয় এটাই যে মহালয়ের দিন কোন চ্যানেলের টিআরপি বেশি থাকবে। তবে কালার্স বাংলা আর সান বাংলায় কে দুর্গা হবেন এখনও জানা যায়নি।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img