নিজস্ব প্রতিনিধি , কলকাতা – টলিউডের অন্যতম ও জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। সম্প্রতি এক খুদের জন্মদিন পার্টিতে দেখা গেছে অঙ্কুশকে। খুদেদের সঙ্গে মিশে নিজেই খুদে হয়ে গেছেন অভিনেতা। বাচ্চাদের সঙ্গে তিনি কতটা মজা করেন তা ড্যান্স বাংলা ডান্সের এপিসোড দেখলেই বুঝতে পারি। তবে জন্মদিনের পার্টিতে এসে নিজেই শিশু হয়ে যাবেন? তার এমন কাজকর্ম দেখে হতবাক সকলে।
এক খুদের জন্মদিনে গিয়ে বাচ্চাদের বাদ নিজেই খেলায় মত্ত হয়েছেন অভিনেতা। খেলাটি হচ্ছে আপনাকে ঝুলিয়ে একটি বলের পুলে নিয়ে যাওয়া হবে সেখান থেকেই বলের মধ্যে থেকে গিফট খুঁজে বের করতে হবে। সেই খেলা খেলবার জন্য কতো খুদে দাড়িয়ে কিন্তু সেই সবকে বাদ দিয়ে নিজেই ঝুলে ঝুলে খেলতে থাকেন।
এই কান্ড কারখানা দেখে ঐন্দ্রিলা বলেন,”মেশিন খারাপ হয়ে গেছে। এটা ধেড়ে বাচ্চাদের নয় এটা বুঝতে হবে ওকে। ছোট বাচ্চাদের খেলার জন্য এট”। মজা করে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করে অঙ্কুশ ক্যাপশনে লিখেছেন,” আমার মনে হয় কোনও বাচ্চার জন্মদিনের পার্টিতে এটাই আমার শেষ যাওয়া”।
আর সেই ভিডিও ভাইরাল হতেই কমেন্টের ঝড় বইতে থাকে। কেউ কেউ বলেন,”আরে দাদা তুমি বুড়ো হয়ে গেছ , তুমি যে কি করছ! তবে বেশ মজাই লাগছে”। অন্য আরেক জন লিখেছেন,”অঙ্কুশ যে কতটা ভালো মানুষ এখান থেকেই প্রমাণিত। কত সহজে সবার সঙ্গে মিশে যেতে পারে”।