নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – বলিউডের প্রভাবশালী পরিবারের মধ্যে একটি পরিবার কাপুর পরিবার। আজ ৪ঠা সেপ্টেম্বর বলিউডের চকলেট বয়ের জন্মদিন। হ্যাঁ ঠিকই ধরছেন আজ ঋষি কাপুরের জন্মদিন। ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। অভিনেতার ৭১ তম জন্মদিন আজ।
১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত বাবা রাজ কাপুরের ছবি ‘মেরা নাম জোকার’- এ শিশুশিল্পী হিসেবে বলিউডে পা রাখেন ঋষি কাপুর। জাতীয় পুরস্কার লাভ করেন এই সিনেমা। তবে ১৯৭৩ সালে ‘ববি’ সিনেমাতে প্রথম অভিনেতা হিসেবে দেখা যায় তাকে। সেই সিনেমা রাতারতি স্টার বানিয়ে দেয় তাকে এবং জনপ্রিয়তাও লাভ করেন।
তার ব্লকবাস্টার সিনেমা গুলি হলো- ‘কাভি কাভি’, ‘অগ্নিপথ’, ‘লাভ আজ কাল’ আরও অনেক। সর্বশেষ সিনেমা হলো ২০১৯ সালের ‘দ্য বডি’। অসাধারণ অভিনয়ের জন্য একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারবার ফ্লিম ফেয়ার অ্যাওয়ার্ড এবং তিনবার জি সিনে অ্যাওয়ার্ডস পেয়েছিলেন।
১৯৮০ সালে সিনেমার সুবাদে পরিচিত নিতু সিংকে বিয়ে করেন তিনি। তাদের দুই সন্তান একটি ছেলে একটি মেয়ে ছেলে রণবীর কাপুর ও মেয়ে রিধিমা কাপুর। রণবীর কাপুর বাবর মত সিনেমা জগৎ বেছে নিয়েছে। গত বছর আলিয়া ভাটের সঙ্গে বিয়ে করেন। এখন এক মেয়ে সন্তানও হয়েছে তার। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২০ সালে ৩০ শে এপ্রিল না ফেরার দেশে পাড়ি দেন অভিনেতা ঋষি কাপুর।