23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    চাঁদের মাটিতে অনায়াসে উড়তে পারছে বিক্রম , ল্যান্ডারকে নিয়ে নতুন পরিকল্পনা ইসরোর

    নিজস্ব প্রতিনিধি , দিল্লি – রোভার প্রজ্ঞানের পর এবার নয়া পরীক্ষায় ল্যান্ডার বিক্রমও। এর সেই পরীক্ষায় পাশও করলেন বিক্রম। ল্যান্ডিংয়ের পর চাঁদের মাটিতে দ্বিতীয়বারের জন্য সফল ভাবে অবতরণ করল বিক্রম। একে হপ এক্সপেরিমেন্ট বলে দাবি করেছে ইসরো। গত ২৩ শে অগস্ট চাঁদের মাটিতে ল্যান্ডিংয়ের পর অক্লান্ত ভাবে কাজ চালাচ্ছে বিক্রম। এই পরিস্থিতিতে রোভারের পর বিক্রমকেও ঘুম পাড়ানোর আগে শেষ পরীক্ষা করছে ইসরো।

    এদিন ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে , ল্যান্ডার বিক্রমকে প্রায় ৪০ সেন্টিমিটার উচ্চতায় ওড়ানো হয়। এরপর প্রায় ৩০ থেকে ৪০ সেন্টিমিটার দূরে গিয়ে দ্বিতীয়বার সফল ভাবে অবতরণ করেছে বিক্রম। আগামীদিনে চাঁদে মানুষ পাঠালে এই সব তথ্য যথেষ্ট কাজে আসবে। আছেরাও যদি চাঁদে নতুন করে আবার কোনো মহাকাশযান পাঠানো হয় তবে তা বিরাট গুরুত্বপূর্ণ।

    ইসরো সূত্রের আরও খবর , চাঁদের দক্ষিণ মেরুতে অন্ধকার নামতে বাকি আর মাত্র কয়েকটা দিন। এই পরিস্থিতিতে দ্রুতই কাজ করতে চাইছে বিক্রম। কারণ একবার চাঁদে অন্ধকার নামলে ল্যান্ডার বিক্রমও রোভারের মতো ঘুমিয়ে যাবে। কারণ এই ২ টি ইঞ্জিনই সোলার শক্তিতে চলছে। সেই কারণে ল্যান্ডার স্লিপিং মোড়ে যাওয়ার আগে শেষ পরীক্ষা চালাচ্ছে ইসরো।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img