23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    সাহায্য চাওয়াই কাল হল, তারপর যা ঘটল মহিলার সাথে………

    নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা – মাদক খাইয়ে তরুণীকে গণ নির্যাতনের অভিযোগ। অশোকনগরের ঘটনা। ঘটনার বিষয়ে জানতে পেরেই বিধায়ক নারায়ণ গোস্বামী নির্যাতিতাকে বারাসত মেডিক্যাল কলেজে ভর্তি করান। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে চার অভিযুক্ত। ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিধায়ক।

    নির্যাতিতা তরুণীর বয়ান অনুযায়ী, তিনি আর্থিক সমস্যার মধ্যে পড়েছিলেন। সেই কারণে সাহায্য চাওয়ার জন্য তাঁরই এক বন্ধুকে জানিয়েছিলেন। অভিযোগ, অভিযুক্ত যুবক তরুণীকে সাহায্যের আশ্বাস দিয়ে ডেকে ছিলেন একটি বাড়িতে। সেখানে যাওয়ার পর তরুণীর বন্ধু ছাড়াও আরও তিনজন উপস্থিত ছিল। অভিযোগ, রাত্রি ৮টা নাগাদ চারজন যুবক তরুণীকে বাধ্য করেন মদ্যপান করতে। এরপর চারজন মিলে তাঁকে গণ নির্যাতন করে।

    ঘটনার বিষয়ে নির্যাতিতা বলেন, “ওরা সম্পর্কে বন্ধু হয়। আমি ওদের বলেছিলাম আমার কিছু টাকার প্রয়োজন। ওরা আমায় ডেকেছিল টাকা দেবে বলে। আমি যেতেই ওরা জোর করে আমায় মাদক মেশানো পানীয় খাওয়ায়। ওরা চারজন মিলে আমার ওপর অত্যাচার করে ও মারধর করে”।

    হাসপাতালের চিকিৎসক বলেন, “ওকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওর শারীরিক অবস্থা আমরা খতিয়ে দেখছি। যাবতীয় শারীরিক চিকিৎসা আমরা শুরু করে দিয়েছি”। বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, “যাঁরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাঁদের ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। তদন্ত শুরু হয়েছে। আমি ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি”।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img