23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    বিয়ের পর মেয়েরা কেন মোটা হয়ে যায় ? কারণ জানলে অবাক হবেন আপনিও

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – প্রায়ই কানে আসে বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায়। আর সেই নিয়ে চিন্তায় পড়েন প্রচুর মহিলা। তাদের জন্য উপদেশ চিন্তা করবেন না। তার জন্য যথেষ্ট কারণ আছে। ওজন পরিবর্তন বিভিন্ন কারণ। জেনেটিক্স কারণ জীবনধারা এবং হরমোনের পরিবর্তন হওয়ার কারণে বিয়ের পর মেয়েরা মোটা হয়। কিন্তু ঠিক কি কারণে এমন হয় জেনে নিই বিশেষজ্ঞের থেকে।

    • বিয়ের আগে অনেক মেয়েরাই নিজের ওজন নিয়ে সচেতন থাকেন। বিয়ের পর ওজন কমাবার চিন্তাটা কিছুটা কমে যায়। নতুন জায়গায় মানিয়ে নিতে অনেকের অসুবিধা হয়। ঠিক করে ঘুমও হয়না তাই ওজন বেড়ে যায়। বিয়ের পর শারীরিক সম্পর্কের কারণে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ বাড়তে থাকে৷ এই হরমোন খাদ্য থেকে চর্বি শোষণ হওয়ার পর দেহে জমাতে থাকে যে জন্য একজন বিবাহিত মেয়ে সহজেই মোটা হয়ে যায়।
    • তবে এই বিষয়ে ডাক্তারা কোনও ফিজিওলজিকাল কারণ খুঁজে পাননি। বিয়ের পর আত্মীয়সজনদের বাড়িতে নেমন্তন্ন থাকে। যার ফলে বারবার মশলাদার খাবার খেতে খেতে ওজন বেড়ে যায়। আবার বিয়ের পর মানুষের চিন্তা অনেকটাই কমে। তার ফলেও ওজন বাড়তে পারে। তবে অতিরিক্ত সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img