নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – বলিউডে সবচেয়ে বিতর্কিত নাম কঙ্কনা রানাওয়াত। তার সঙ্গে বলিউডের অন্যান্য তারকাদের সম্পর্ক একদমই ভালো না। বিশেষত স্টার কিডদের কঙ্কনা একদমই পছন্দ করেন না। স্টার কিড থেকে শুরু করে পরিচালক প্রযোজক সকলেই কঙ্কনার কটাক্ষের শিকার। তবে সম্প্রতি তার আসন্ন সিনেমা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
এরমধ্যেই প্রকাশ্যে এলো কঙ্কনা রানাওয়াতের ‘চন্দ্রমুখী-২’- এর ট্রেলার। আগামী ১৯ শে সেপ্টেম্বের গণেশ চতুর্থীর দিন মুক্তি পেতে চলেছে ‘চন্দ্রমুখী-২’। ছবিতে নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী। যিনি রাজার দরবারে একজন নৃত্যশিল্পী , নাম চন্দ্রমুখী। পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন রাঘব লরেন্সও। এছাড়াও দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক তারকা।
২০০৫ সালে মুক্তি পেয়েছিল ‘চন্দ্রমুখী’। আবার ২০২৩ সালে পি ভাসু পরিচালনায় আসতে চলছে ‘চন্দ্রমুখী-২’। ট্রেলারে দেখা যাচ্ছে এক পরিবার কোনো এক সমস্যা সমাধান করার জন্য একটি বড় প্রাসাদে এসে থাকতে শুরু করেন। তবে তাদের দক্ষিণ দিকে প্রবেশ করতে দেওয়া হয়না। রাজ দরবারের ২০০ বছর পুরোনো কোনো এক ঘটনার বর্তমানের সঙ্গে মিল আছে। এর পরের ঘটনা দেখা যাবে সিনেমায়।
চেন্নাইয়ে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে কঙ্কনাকে নীল শাড়ি ও স্ট্র্যাপলেস ব্লাউজে দেখা গেছে। ছবিটি তেলেগু, তামিল, হিন্দি, কন্নড় এবং মালায়ালাম ভাষায় মুক্তি পাচ্ছে। কিন্তু সবচেয়ে বিতর্কিত বিষয় হল ২ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিওতে ২-৩ বার দেখা গেছে অভিনেত্রীকে। বাকিদের বেশি দেখা গেছে। এছাড়াও ছবির জন্য ভরতনাট্যমে আলাদা করে তালিম নিয়েছিলেন অভিনেত্রী।
প্রসঙ্গত , কঙ্কনার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থালাইভি’। যা বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি। সূত্রের খবর অনুযায়ী আগামী ২৪ শে নভেম্বর মাসে মুক্তি পেতে চলেছে ‘এমার্জেন্সি’। ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।