23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    চলছে ধূপগুড়ি উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব, কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ তৃণমূলের তরফে

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি – আজ ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব চলছে। এদিন সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। মোতায়েন করা হয়েছে কেন্দ্র বাহিনী। আর ভোট গ্রহণ পর্ব চলাকালীনই কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হলো তৃণমূলের তরফে। এমনকি ইভিএম সংক্রান্ত বেশ কিছু অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের তরফে। এদিন ভোট গ্রহণ পর্ব শুরু হবার ২ ঘন্টার মধ্যে তৃণমূলের তরফে প্রায় ১০ টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে।

    সূত্রের খবর, তৃণমূলের তরফে অভিযোগ জানানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং ইভিএম সংক্রান্ত। তাদের অভিযোগ, অনেক জায়গায় কেন্দ্রীয় বাহিনী তাদের যথাযথ ভূমিকা পালন করছে না। এমনকি অনেক জায়গায় ইভিএম খারাপ হয়েছে। এই কারনে অনেক ভোটারদের ভোট না দিয়ে ফিরে যেতে হয়েছে। নির্দিষ্ট কয়েকটি বুথ ভিত্তিক এই অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের তরফে।

    এখনও পর্যন্ত ২টি কেন্দ্রে ইভিএম খারাপ হওয়ার খবর পাওয়া গিয়েছে। একটি হল ধুপগুড়ি কালিরহাট ১১২ নম্বর বুথ। অন্যটি হলো ধূপগুড়ির বৈরাতি গুড়ির ১৫/১৮২ নম্বর বুথ। ধূপগুড়ির মোট বুথের সংখ্যা ২৬০। তার মধ্যে স্পর্শকাতর বুথ রয়েছে ৭২। মোট ভোটার ২,৬৯,৪১৬ জন। ভোটকর্মী রয়েছে মোট ১২০০ জন ভোটকর্মী। কেন্দ্রের তরফে ভোটে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

    প্রসঙ্গত, বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে ফের ধূপগুড়িতে উপনির্বাচন চলছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী মিতালী রায়কে ৪৬০০ভোটে হারিয়ে আসনটি দখল করেন বিজেপি প্রার্থী। তবে গত জুলাই মাসে কলকাতায় বিধানসভার অধিবেশনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে মারাও যান। সেই কারনেই আবার উপনির্বাচনের আয়োজন করা হয়েছে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img