নিজস্ব প্রতিনিধি , শ্রীনগর – নতুন করে উত্তপ্ত হয়ে উঠল ভূস্বর্গ। এদিন নিরাপত্তারক্ষী বাহিনীর অভিযানে খতম হয়েছে ১ জঙ্গি। সেনা ও পুলিশের যৌথবাহিনী-জঙ্গির গুলির লড়াইয়ে আহত হয়েছেন ১ পুলিশ কর্মীও। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তারক্ষী বাহিনী।
গোপন সূত্রে খবর পেয়ে জম্মু ও কাশ্মীরের রেয়াসি জেলার গালি সোহাব গ্রামের তুলি এলাকায় যৌথ অভিযান চালায় সেনা ও পুলিশ। যৌথ অভিযানে জম্মু জোনের এডিজিপি মুকেশ সিং এনকাউন্টারে ১ জঙ্গির মৃত্যুর হয়েছে। আরও ১ জঙ্গি সেখানে আত্মগোপন করে রয়েছে। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশ সূত্রের খবর , রেয়াসি জেলার গালি সোহাব গ্রামের তুলি এলাকা ঘিরে ফেললে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় পুলিশও। গুলির লড়াইয়ে মৃত্যু হয় ১ জঙ্গি। এদিকে গুলি লেগে আহত হয়েছেন এক পুলিশ কর্মীও। প্রাথমিকভাবে অনুমান, মৃত জঙ্গি লস্কর-ই-তৈবা গোষ্ঠীর সদস্য।