23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    চলতি মাসেই বসছে ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির বৈঠক

    নিজস্ব প্রতিনিধি , দিল্লি – আসন্ন লোকসভা নির্বাচনে মোদি সরকারকে গদিচ্যুত করতে এক হয়েছে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলি। বিজেপি বিরোধী মিলে ইতিমধ্যেই গঠন করেছে ‘ইন্ডিয়া’ মহাজোট। ইতিমধ্যেই বিরোধী জোট তিনটি মেগা বৈঠকও করেছে। এবার চলতি মাসে প্রথম কো-অর্ডিনেশন কমিটির বৈঠক করতে চলেছে ইন্ডিয়া জোট।

    সূত্রের খবর , আগামী ১৩ শে সেপ্টেম্বর ন্যাশনাল কংগ্রেস পার্টি তথা এনসিপির প্রধান শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে প্রথম কো-অর্ডিনেশন কমিটির বৈঠক হবে ইন্ডিয়া জোটের। এরআগে আগামী মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির মিলাপ ভবনে ‘ইন্ডিয়া’-র প্রচার কমিটির বৈঠক রয়েছে।

    তবে ইতিমধ্যেই প্রচার কমিটির প্রস্তাবিত নাম সামনে এসেছে। সেই সদস্যরা হলেন – কংগ্রেসের গুরদীপ সিং সাপ্পল, জেডি(ইউ)-এর সঞ্জয় ঝা, শিব সেনার অনিল দেশাই, আরজেডি-র সঞ্জয় যাদব, এনসিপি-র পি.সি চাকো, জেএমএম-এর চম্পাই সোরেন, এসপি-র কিরণময় নন্দ, ন্যাশনাল কনফারেন্সের হাসনাইন মাসুদি, সিপিআইএমের অরুণ কুমার, সিপিআইয়ের বিনয় বিশ্বম, আপের সঞ্জয় সিং, আরএলডি-র শহিদ সিদ্দিকি, আরএসপি-র এন.কে প্রেমচন্দ্রন সহ অন্যান্য দলের নেতা-নেত্রীরা।

    এছাড়া কো-অর্ডিনেশন কমিটিতে রয়েছেন কেসি বেণুগোপাল (কংগ্রেস), শরদ পওয়ার (এনসিপি), এমকে স্ট্যালিন (ডিএমকে), অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস), সঞ্জয় রাউত (শিবসেনা ইউবিটি), তেজস্বী যাদব (আরজেডি), ললন সিম (জেডিইউ), রাঘব চাড্ডা (আপ), হেমন্ত সোরেন (জেএমএম), যাদব আলি খান (সমাজবাদী পার্টি), ডি রাজা (সিপিআই), ওমর আবদুল্লা (এনসি), মেহবুবা মুফতি (পিডিপি)।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img