নিজস্ব প্রতিনিধি , কলকাতা – গতকালই ১৬ জন উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। আর এই নিয়ে শুরু হয়েছে রাজ্য রাজ্যপালের সংঘাত। যদিও রাজ্য রাজ্যপালের সংঘাত বহু পুরনো। এরই মধ্যে এবার আচার্য সিভি আনন্দ বোসকে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। সাফ জানালেন, রাজ্যপাল কথা না শুনলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির টাকা বন্ধ করা হবে।
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন,’রাজ্যপাল বলছেন আমি স্কুল দেখবো, বিশ্ববিদ্যালয় দেখব। মধ্যরাতে হঠাৎ যাদবপুরের উপাচার্য পরিবর্তন ক রা হয়েছে, রাজ্যপাল যদি মনে করেন সব করবেন, তাহলে সরকারের দরকার নেই।’ এরপরেই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,’কোনো বিশ্ববিদ্যালয় যদি রাজ্যপালের কথা শোনে চলে, তাহলে আমি অর্থনৈতিক বাধা তৈরি করবো। দেখবো রাজ্যপাল কিভাবে কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন দেন? টিট ফর ট্যাট দেখবো কোন উপাচার্য কে কিভাবে বেতন দেন?’
এরপরেই তিনি বলেন,’একজন প্রাক্তন বিচারপতিকে করে দেওয়া হলো রবীন্দ্রভারতী উপাচার্য। পুরো ব্যবস্থা কে অচল করে দেওয়ার চেষ্টা চলছে। দরকার হলে আমি রাজভবনের সামনে ধর্নায় বসবো। শিক্ষা ব্যবস্থাকে আমি ধ্বংস হতে দেব না ,আমরা আইনের পথে যাব আশা করি আইন সুবিচার দেবে। সুস্থ বাঘের থেকে আহত বাঘ ভয়ঙ্কর।আজ আঘাত করছেন, প্রত্যাঘাত সহ্য করতে পারবেন? উনি গায়ের জোরে সব করছেন যেন জমিদারি। যে রাজভবনে বসে আছেন ,রাজভবনের টাকাও আমরা দি।’