23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ধূপগুড়িতে এসপি-বিজেপি প্রার্থী বাদানুবাদ, কমিশনের দ্বারস্থ বিজেপি

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি – জুড়াপানি ভূতেরহাট প্রাথমিক বিদ্যালয়। বুথের দরজার সামনে দাঁড়িয়ে থাকা রাজ্য পুলিশের বিরুদ্ধে স্লিপের ইস্যুতে গুরুতর অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী তাপসী রায়। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ওই বিজেপি প্রার্থী। একাধিক জায়গায় বুথের ২০০ মিটারের মধ্যে পুলিশকে থাকতে দেখা গিয়েছে বলে অভিযোগ। তবে শেষ অবধি পাওয়া খবরে, বিজেপি প্রার্থী তাপসী রায়ের অনুরোধে বুথের দরজা থেকে সরে দাঁড়ান পুলিশ।

    উল্লেখ্য, এদিন নির্দিষ্ট সময় মেনেই শুরু হয়েছে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। চলবে বিকাল ৫টা পর্যন্ত। ধূপগুড়িতে মোট বুথ ২৬০টি। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোটগ্রহণ হবে উত্তরবঙ্গের এই বিধানসভায়। পাহাড় লাগোয়া এই কেন্দ্রে লড়াই এবার ত্রিমুখী। লড়াইয়ে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোট। ২০২১ বিধানসভা নির্বাচনে এ আসনে বিজেপির টিকিটে জয়ী হন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতে এই উপনির্বাচন।

    এদিন সেই ইস্যুতেই বুথ পরিদর্শনের সময় একাধিক বুথে পুলিশদের দেখতে পান বুথের সামনে। আর তাতেই প্রতিবাদ করেন তিনি। সেই সময় পুলিশ কর্মীরা সরে গেলেও পরে সেখানে আসেন অ্যাডিশেনাল এসপি। তাঁর সাথে হাল্কা বাদানুবাদে জড়ান বিজেপি নেত্রী। একই সাথে তাঁকে আইনের পাঠ পড়িয়ে দেন অ্যাডিশনাল এসপি। এরপরই কমিশনের দ্বারস্থ হওয়ার কথা বলেন বিজেপি প্রার্থী।

    এদিন এই ঘটনায় স্বভাবতই ক্ষুব্ধ হন বিজেপি প্রার্থী। কমিশনের নিয়ম বিরুদ্ধ কাজ করেছে পুলিশ এমনটাই অভিযোগ করেন তিনি। একই সাথে কমিশনে অভিযোগ জানানোর কথাও বলেন তিনি।

    বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়। বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাওয়াইয়া গানের শিল্পী তথা শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়। অন্যদিকে, উপ নির্বাচনের মাত্র ২ দিন আগে রবিবার ২০২১-এ পরাজিত তৃণমূল প্রার্থী মিতালি রায় যোগ দেন বিজেপিতে। কার দখলে যাবে ধূপগুড়ি বিধানসভার রাশ? জানা যাবে ৮ সেপ্টেম্বর।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img