নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর – আজ ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলা শিক্ষা সেল ও বুদ্ধি জীবি সেলের পক্ষ থেকে, সমস্ত শিক্ষক শিক্ষিকাগণদের নিয়ে কাঁথিতে এক সভার আয়োজন করে।
এই সভায় শিক্ষক শিক্ষিকাগণদের সম্বর্ধনা প্রদান সহ শিক্ষা সামগ্রী উপহার প্রদান করা হয়। আজকের এই মহৎ কার্য্যক্রমে উপস্থিত ছিলেন রাজ্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয়। এছাড়াও ছিলেন পূর্বতন সভাপতি সুদাম পণ্ডিত, জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল, শিক্ষক সেলের সভাপতি নিতাই চন্দ্র পাত্র, বুদ্ধিজীবী সেলের সভাপতি চন্দন মণ্ডল, রাজ্য কমিটি সদস্য সোমনাথ রয়, বনশ্রী মাইতি, ধীরেন্দ্র নাথ পাত্র, সহ বিশিষ্ট শিক্ষক দূর্গা পদ ভট্টাচার্যও উপস্থিত ছিলেন।
আজকের এই সভার মূল উদ্দেশ্যে হিসেবে শিক্ষক শিক্ষিকাগণ সহ বুদ্ধিজীবিগণ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জীবনী সম্পর্কে কথা বলেন। তাঁদের বক্তব্যে একটাই বার্তা ছিল,
“শিক্ষা মোদের প্রাণের গুরু
আদর্শের-ই প্রতীক।
তার দেখানো পথে হেঁটে
ছাত্র-ছাত্রীরা পথিক।”
“এই মহান প্রতিভার পেশায় কখনও কোনো অভাব হয় না। ঠিক তেমনি আমাদের ভারতবর্ষের শিক্ষার্থী সমাজ আজও যাঁদের নিয়ে গর্ব করে, সেই শিক্ষাকেন্দ্রীক মনীষীদের প্রধান পুরুষ হলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ। তিনি শুধুমাত্র ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতিই ছিলেন না তিনি ছিলেন আদর্শ শিক্ষক। তাঁর দেশপ্রেম, ভারতীয়তা বোধ, আদর্শ রাষ্ট্রনেতৃত্ব, তাঁর সহজ-সরল অনাড়ম্বর জীবনধারণ, চেতনাশীল সুশিক্ষা এবং ছাত্রদের সঙ্গে অনুকরণীয় আচরণই ছিল প্রধান। এই অসাধারণত্বের জন্যই ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের এত খ্যাতি”। এদিন কার্যত এমনই বার্তা দেন শুভেন্দু।