নিজস্ব প্রতিনিধি , কলকাতা – আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের আগে রাষ্ট্রপ্রধানদের পাঠানো নৈশভোজের আমন্ত্রণ পত্রতে লেখা রয়েছে ‘ভারতের রাষ্ট্রপতি‘।আর তা থেকে জল্পনা শুরু যে দেশের নাম পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর এই প্রসঙ্গে মঙ্গলবার ধনধান্য অডিটোরিয়াম থেকে দেশের নাম বদলের তোড়জোড়ের বিরুদ্ধে সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার জি ২০ শীর্ষ সম্মেলনে যোগদানকারী রাষ্ট্রপ্রধানদের এবং মুখ্যমন্ত্রীদের নৈশ ভোজের আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্র দেওয়া হয় রাষ্ট্রপতির তরফ থেকে।আর সেই আমন্ত্রণ পত্রেই ইংরাজি হরফে বড়বড় করে লেখা রয়েছে প্রেসিডেন্ট অফ ভারত। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে।
এদিন কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজ তারা (কেন্দ্র সরকার) দেশের নাম বদলে দিচ্ছে। জি২০-র নৈশভোজের আমন্ত্রন পত্রে লেখা রয়েছে ‘ভারত’। ভারত তো আমরা এমনিতেই বলি, এতে নতুন কী রয়েছে। ইংরাজিতে ইন্ডিয়া, হিন্দিতে ভারত। ইন্ডিয়া নামে সারা বিশ্ব আমাদের চেনে। হঠাত্ এমন কী হল যে দেশের নাম বদলে দিতে হচ্ছে। কোনদিন হয়তো রবি ঠাকুরের নাম বদলে যাবে। ইতিহাস পরিবর্তন করে দিচ্ছে’।