নিজস্ব প্রতিনিধি , মুম্বই – আর মাত্র একটা দিন। আগামী ৭ই সেপ্টেম্বর বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে কিং খানের ‘জাওয়ান‘। দীর্ঘ চার বছর পর বলিউডে দেখা গেছে তাকে। বছরের শুরুতে ব্লকবাস্টার ‘পাঠান’ ১০০০ কোটি টাকার ব্যবসা করেছিল। মাঝে ছয় মাসের ব্রেক তারপর আর আরেক ধামাকা নিয়ে আসছেন শাহরুখ খান। ‘জাওয়ান’ মুক্তির আগে এক মন্দির থেকে আরেক মন্দিরে পুজো দিতে দেখা গেছে তাকে।
মঙ্গলাবার সকালে তিরুপতি বালাজি মন্দিরে মেয়ে সুহানা ও জাওয়ান-নায়িকা নয়নতারা র সঙ্গে পুজো কিং খান। ধুতি বা ‘মুন্ড’ এবং দক্ষিণী স্টাইলের কুর্তা আর সোনালি পাড়ের উত্তরীয় পরে পুজো দিতে দেখা গেল শাহরুখকে। সাদা সায়োলারে সেজে বাবার সঙ্গে মন্দিরে পুজো দিলেন সুহানা খানও। ‘দ্য আর্চিস’ মুক্তি পাচ্ছে ডিসেম্বরে তার সঙ্গে বলিউডে প্রথম কাজ তাই তিনিও বালাজির আর্শীবাদ নিয়ে নিলেন। এর আগে গত ৩০শে অগস্ট বৈষ্ণদেবীর মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছিল তাকে।
সোশ্যাল মিডিয়ায় পুজো দেবার ভিডিও ভাইরাল হতেই ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ‘পাঠান’ মুক্তির আগে কোনো মিডিয়ার সামনে আসেননি কিং খান। তবে ‘ ‘পাঠান’- এর মুক্তির আগে প্রি টিজার, টিজার ও ট্রেলার ইভেন্টে তাকে দেখা গেছে। সম্প্রতি ৩১ অগস্ট বুর্জ খলিফায় দেখা যায় ‘জাওয়ান’- এর ট্রেলার। তবে আগামীকাল মুক্তি পাওয়ার কথা থাকলেও আজ সন্ধ্যা থেকেই হলের সামনে লাইনে দাঁড়িয়ে পড়ছে ভক্তরা। এই প্রথমবার ভোর ৫টা থেকে শুরু হবে শো। তা দেখার জন্য এখন থেকেই লাইনে দাঁড়িয়ে অনুরাগীরা।