নিজস্ব প্রতিনিধি , কলকাতা – প্রত্যেক বছরে বর্ষার মরসুম আসলেই যেন মরণ ফাঁদে পরিণত হয় পাতিপুকুর আন্ডারপাস। বাস অটো বাইকের পর এবার জলে ডুবে গেল গোটা একটা চার চাকা গাড়ি। পরবর্তীতে ক্রেন এনে গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। তবে প্রত্যেক বছরে একই ঘটনা ঘটায় প্রশ্নের মুখে পড়েছে প্রশাসনও।
সূত্রের খবর , সোমবার থেকে শহরে শুরু হয়েছে ভারী বৃষ্টি। রাতের দিকে বাড়ছে বৃষ্টির পরিমাণ। এর জেরে জলমগ্ন কলকাতার একাধিক যায়গা। এই বৃষ্টির জেরেই জল জমেছে পাতিপুকুর আন্ডারপাসে। অপরিকল্পিত ভাবে নিকাশি নালা তৈরি হওয়ায় বৃষ্টি হলেই বছরভর জল জমে পাতিপুকুর আন্ডারপাসে। আর এই নিয়ে চূড়ান্ত ভোগান্তির শিকার হন বাসিন্দারা।
এদিন পাতিপুকুর আন্ডারপাসে জল জমার কারণে লেকটাউনের দিক থেকে আরজিকরের দিকে যাওয়ার রাস্তা বন্ধ রাখা হয়। এরপর দুটি পাম্প বসিয়ে জল নামানোর কাজ শুরু করেছে কলকাতা পুরসভা।