23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    বকেয়া পণ নিতে এসেছিলেন জামাই, তারপর কি হল জানেন……

    নিজস্ব প্রতিনিধি, মালদা – পণের বকেয়া টাকা চাইতে এসেই বিপদ! শিকল বন্দী হতে হল জামাইকে। শিকল বন্দী করে রাখল শ্বশুরবাড়ির লোকজন।

    ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংলিশ বাজার থানার বুধিয়া বিশ্বাসপাড়া এলাকায়। মাত্র এক মাস আগে জনৈক মেয়ের সঙ্গে সামাজিক মতে বিয়ে হয়েছিল রতুয়া থানার সুলতানগঞ্জের এক বাসিন্দার সঙ্গে। বিয়ের সময় নির্দিষ্ট পণ দেওয়ার কথা হয়েছিল। কিন্তু আর্থিক অবস্থা স্বচ্ছল না থাকায় পণের পূর্ণ টাকা দিতে পারেনি।

    বিয়ের দিন ৫০ হাজার টাকা দেওয়া হয়। মেয়ের বাবা কোনো রকমে ভ্যান রিক্সা চালিয়ে দিন যাপন করেন। ফলে বকেয়া টাকাটা জোগাড় করতে পারেননি।

    এক্ষেত্রে গৃহবধূ জানায়, “আমার স্বামী বিয়ের কয়েক দিন পর থেকেই অত্যাচার চালাতে শুরু করে। আমাকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে। এক বস্ত্রে নিজেকে বাঁচাতে বাপের বাড়ি চলে আসি এবং আমার বাবার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আমার স্বামী আমার বাড়ি আসে। বাড়িতে এসেই বিভিন্নভাবে গালিগালাজ করতে থাকে। বাধ্য হয়ে বাড়ির লোকজন এবং এলাকাবাসী ঘরে বন্দী করে রাখে ওকে”। এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যও ছড়িয়েছে এলাকায়।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img