23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    বিকেল পর্যন্ত ৭৫.৮২ শতাংশ ভোট , শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন ধূপগুড়ি উপনির্বাচন

    নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি – লোকসভা নির্বাচনের এখনও খানিক দেরি রয়েছে। তেলঙ্গানা, রাজস্থান-সহ ৫ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনেরও এখনও দিনক্ষণ ঘোষিত হয়নি। তার আগে মঙ্গলবার পশ্চিমবঙ্গ-সহ ৬ রাজ্যের ৭ কেন্দ্রে হয়ে গেল বিধানসভা উপনির্বাচন। এই উপনির্বাচন আপাত দৃষ্টিতে খুবই সাধারণ হলেও ইন্ডিয়া জোটের কাছে প্রথম পরীক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। স্বাভাবিকভাবেই এই ৭ কেন্দ্র জিততে মরিয়া ‘ইন্ডিয়া’ জোট। আর তারই এক কেন্দ্র হল ধূপগুড়ি।

    এদিন নির্দিষ্ট সময় সকাল ৭টা তেই শুরু হয় ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। মোট ২৬০টি বুথে চলে ভোটদান প্রক্রিয়া। ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোটগ্রহণ চলে উত্তরবঙ্গের এই বিধানসভায়। সকাল থেকেই বুথগুলির সামনে লাইন দেন ভোটাররা। একটি বুথে প্রথমের দিকে ইভিএম বিকল হয়ে যাওয়ায় ভোটদান পর্ব শুরু হয় কয়েক ঘন্টা দেরিতে। তাতে ভোটাররা অশান্ত হলেও, অপেক্ষা করে ভোট দিয়েই বাড়ি ফেরেন।

    তবে এদিন যে বিষয়টি ধূপগুড়ির ক্ষেত্রে সবচেয়ে নজর কেড়েছে তা হল, শান্তিপূর্ণ নির্বাচন। বেলার দিকে একবারই বিজেপি প্রার্থী তাপসী রায়ের সাথে গোলযোগ বাঁধতে দেখা যায় অ্যাডিশেনাল এসপির। তবে ওই শেষ। এর থেকে বেশি আর কিছুই নয়। সারাদিন মোটের ওপর শান্তিপূর্ণ থাকে ধূপগুড়ি উপনির্বাচন। আর বিকেল পর্যন্ত ভোট দানের হার ৭৫.৮২ শতাংশ।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img