নিজস্ব প্রতিনিধি , দিল্লি – ডিজিটাল ভারতের ফের নয়া পদক্ষেপ। এবার থেকে হবে ঝঞ্ঝাট মুক্ত পরিষেবা। কার্ড ছাড়াই ATM থেকে তুলতে পারবেন টাকা। অবাক লাগছে তাই না? ভাবছেন যে ডেবিড কার্ড ছাড়া কীভাবে টাকা তুলবেন? তাই না! হ্যাঁ, এবার থেকে ডেবিড কার্ড ছাড়াও ATM থেকে টাকা তুলতে পারবেন। ভারত দরকারের উদ্যোগে প্রথমবার UPI-ATM পরিষেবা চালু হতে চলেছে দেশে।
সূত্রের খবর , ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এনপিসিআই) সঙ্গে হাত মিলিয়েছে হিতাচি পেমেন্ট সার্ভিসেস। তারাই ভারতে ডেবিড কার্ড ছাড়া UPI-ATM পরিষেবা চালু করছে। এই পরিষেবা চালু হওয়ার ফলে জালিয়াতির সম্ভাবনা অনেকটাই কমে যাবে বলে মত বিশেষজ্ঞ মহলের। হিতাচি পেমেন্ট সার্ভিসেসের তরফ থেকে জানানো হয়েছে , এই মুহূর্তে দেশের ৩,০০০-র বেশি ATM-এ কিউআর কোড স্ক্যান করে টাকা তোলা যাবে।
কীভাবে UPI-ATM থেকে টাকা তুলবেন? জেনে নিন পদ্ধতি
১. প্রথমে ATM-এর স্ক্রিনে থাকা ‘UPI Cardless Cash’-এ ক্লিক করতে হবে।
২. কত টাকা তুলবেন, তা ক্লিক করবেন।
৩. স্ক্রিনে ‘QR Code’ আসবে।
৪. ‘QR Code’-এ ফোনের UPI অ্যাপ খুলে স্ক্যান করে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেছে ‘Confirm’-এ ক্লিক করতে হবে।
৫. ‘Confirm to withdraw cash’ অপশন আসবে। সেখানে ‘Proceed’ ক্লিক করলে UPI পাসওয়ার্ড চাইবে। UPI পাসওয়ার্ড দিয়ে টাকা তুলে নেবেন।