নিজস্ব প্রতিনিধি, কলকাতা- বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর তা নিজেদের আয়ত্তে আনতে এখন থেকেই তৎপরতা দেখাচ্ছে সব রাজনৈতিক দল। মোদি সরকারকে গদিচ্যুত করতে বিরোধীরা একজোট হয়ে তৈরি করেছে ‘INDIA’ জোট। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার কোনো বিষয়েই উদাসীনতা দেখাতে নারাজ। এই পরিস্থিতিতে বিজেপির বঙ্গনেতাদের উপর নজর রাখতে বিশেষ ব্যবস্থা করল কেন্দ্র সরকার। জনসংযোগে কোনো গাফিলতি হচ্ছে কি না তা ধরতে চালু হবে বিশেষ ব্যবস্থা। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের যোগাযোগের জন্য একটি বিশেষ নম্বর দেওয়া হবে। নিয়ন্ত্রণে থাকবে কেন্দ্র সরকার।
সূত্রের খবর, গত বছরেই সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে গেরুয়া শিবির শুরু করেছিল ‘প্রবাস কর্মসূচি।’ এই কর্মসূচি হল রাজ্যর প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সুবিধা অসুবিধার কথা জানবেন বঙ্গবিজেপির নেতা নেত্রীরা। কিন্তু এই কর্মসূচি চালু হবার পরেও অভিযোগ আসছিল নেতা নেত্রীরা তাদের কাজে গাফিলতি করছেন। আর সেই গাফিলতি ধরতেই এবার তৎপর হলো কেন্দ্র।
কেন্দ্র সূত্রে খবর, সেখান থেকে নির্দেশ এসেছে দলের প্রতিটি শীর্ষনেতা নেত্রীদের তাদের বিধান সভা ভিত্তিক তাদের ভোটারদের বাড়ি পৌঁছে যেতে হবে। এবং দিতে হবে একটি টোল ফ্রি নম্বর। নম্বরটি হলো ৯০৯০৯০২০২৪। ওই নম্বরে মিসড কল দিতে বলা হবে ভোটারদের। আর এই সমস্ত প্রক্রিয়া নিয়ন্ত্রণে থাকবে কেন্দ্রের। তাই থেকেই বোঝা যাবে, কোন কোন এলাকায় পৌঁছচ্ছেন নেতারা। কোন এলাকা বাদ পড়ছে, সেটাও স্পষ্ট হয়ে যাবে। এমন কি কোনো নেতা নেত্রী মানুষের কাঁচের হয়ে উঠতে পারছেন কি না তাও খবর নেবে কেন্দ্র।
প্রসঙ্গত, ২০২৪ এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে গত বছর জুলাইয়ে বিজেপি দল প্রবাস কর্মসূচির চালু করেছিল। ২০১৯ এ মাত্র ১৯ টি আসল ছিল তাদের দখলে। এবার বাড়াতে হবে সেই সংখ্যা। এই লক্ষ্যেই বিশেষ তৎপরতা দেখালো কেন্দ্র সরকার। নেতা নেত্রীরা যাতে কোনো ভাবেই কাজে ফাঁকি দিতে না পারেন তাই ভোটারদের জন্য খুব শীঘ্রই চালু করা হবে হেল্পলাইন নম্বর।