নিজস্ব প্রতিনিধি , দিল্লি – দেশে বসছে চাঁদের হাট। অবশ্য তা বললেও কম হবে। কারণ , আগামী ৯-১০ই সেপ্টেম্বর দিল্লিতে বসছে জি-২০ সম্মেলনের আসর। চলতি বছরে জি-২০ সম্মেলনের নেতৃত্ব দিচ্ছে ভারত। সেই উপলক্ষ্যে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে রাজধানী দিল্লিকে। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে এনএসজি থেকে শুরু করে বায়ুসেনা পর্যন্ত। এই জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারতে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। সেই জন্য জি-২০ সম্মেলনের অতিথিদের জন্য বিদেশ থেকে আনা হচ্ছে ১৫০০ গাড়ি।
এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁদের মতো যেমন রাষ্ট্রনেতারা আসবেন , ঠিক তেমনই বহু হাই প্রোফাইল ব্যক্তিরা উপস্থিত থাকবেন। তাদের যাতায়াতের জন্য বুগাটি, ল্যাম্বরগিনি, অডি থেকে শুরু করে বিএমডব্লু, মার্সিডিজের মতো লাক্সারি গাড়ি বিদেশ থেকে আনছে মোদি সরকার। বিদেশ থেকে আমদানি করা এক একটি গাড়ির দিন প্রতি ভাড়া ১০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা।
নেপাল থেকে ২৫ টি টয়োটা কমিউটার ভ্যান দিল্লির একটি গাড়ি ভাড়া দেওয়া সংস্থা আমদানি করেছে। দুবাই থেকে আনা হচ্ছে বুগাটি, ল্যাম্বরগিনির মতো লাক্সারি গাড়িগুলি। গাড়ির তালিকায় থাকছে বুগাটি, বেন্টলি, পোর্সে, ভোক্সওয়াগন, ল্য়াম্বরগিনি, বিএমডব্লু ৫ সিরিজ, অডি, মার্সিডিজ ই-ক্লাস ও জিএলএস। গাড়িগুলির দাম ৭০ লক্ষ টাকা থেকে ২ কোটির বেশি। এছাড়া ২৪২ টি বাণিজ্যিক ট্যাক্সি, গোটা ভারতে রেজিস্ট্রার্ড লাক্সারি গাড়ি, ভলভো বাস ভাড়া নেওয়া হয়েছে। সব মিলিয়ে চাঁদের হাট বসছে ভারতে।