23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির মধ্যেই ফের এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ রাজ্যপালের

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – অব্যাহত রইলো রাজ্য রাজ্যপালের সংঘাত। এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হুশিয়ারকে বুড়ো আঙুল দেখিয়ে আবার মধ্যরাতে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল।আসলে শিক্ষক দিবসের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়গুলিকে রাজ্যপালের কথা শুনলে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার কয়েক ঘণ্টা পরই মধ্যরাতে ফের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল।

    ১৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে বেশ কয়েকদিন ধরে রাজ্য-রাজ্যপাল দ্বন্দ চরমে। অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল বোস কোনও আইন মানছেন না বলে অভিযোগ সরকারে। এমনকি এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, রাজ্যপালকে কটাক্ষ করতে ছাড়ছেন না কেউই। মঙ্গলবার শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে এই নিয়ে রাজ্যপালকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। বিশ্ববিদ্যালয় গুলিতে ‘আর্থিক বাধা’ তৈরির বার্তাও দেন মমতা।

    আর এর মধ্যে মঙ্গলবার মধ্যরাতে রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করা হল অধ্যাপক কাজল দে-কে। বুধবার মধ্যরাতে রাজভবনের তরফে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের ছবি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি ভিডিয়োও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে রাজ্যপাল নিয়োগনামাই সই করছেন।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img