নিজস্ব প্রতিনিধি, হুগলী- ‘ইন্ডিয়া‘ বাদ দিয়ে শুধুই কি রাখা হবে ‘ভারত‘? এই ইস্যুতে আপাতত তোলপাড় দেশের রাজনৈতিক পরিস্থিতি। বিতর্কটি শুরু হয়েছে রাষ্ট্রপতির আয়োজনে G20-র নৈশভোজের এই আমন্ত্রণপত্র থেকে। যেখানে উল্লেখ রয়েছে, প্রেসিডেন্ট অফ ভারত। আর এরপরেই সরব হয়েছে দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই মোদির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এবার সেই পথেই হাঁটল জেলা তৃণমূল কংগ্রেস। ধিক্কার মিছিল কর্মসূচি পালিত হলো চুঁচুড়ায়।
সূত্রের খবর, বুধবার ইন্ডিয়া নামের পরিবর্তে ভারত ব্যবহার করার প্রতিবাদে ধিক্কার মিছিল বের করল চুঁচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস। এই মিছিলের নেতৃত্বে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন চুঁচুড়ার ঘড়িরমোড়ে থেকে খড়ুয়াবাজার পর্যন্ত মিছিলটি যায়। মিছিল উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিভিন্ন তৃণমূলের কর্মী সমর্থকরা। প্ল্যাকার্ড এবং হোর্ডিং নিয়ে ধিক্কার মিছিল বের করা হয়।
এই প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, “কেন্দ্রীয় সরকার বা মোদিজি সরকার চাইলেই সবকিছু বদল হয়ে যাবে সেটা সম্ভব নয়। ভারত এবং ইন্ডিয়া দুটির নামই এক এবং অবিচ্ছিন্ন। স্বৈরাচারী নরেন্দ্র মোদির রাজনৈতিক চক্রান্ত স্বরূপ ভারত ও ইন্ডিয়া এই দুটি নাম কে পৃথক করার উদ্দেশ্যে কে ধিক্কার জানাই।”
প্রসঙ্গত, শুধু জি-২০ এর আমন্ত্রণ পত্রেই নয়। ২০তম ASEAN সামিট এবং ১৮তম ইস্ট এশিয়া সামিটে যোগদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্দেশ্যে আজ এবং আগামীকাল তিনি থাকবেন ইন্দোনেশিয়ার জাকার্তায়। এই সফরের নোটিফিকেশনেও প্রধানমন্ত্রীকে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ বলেই উল্লেখ করা হয়েছে। আর এই সবের পরেই দেশের নাম নিয়ে নতুন করে আলোড়ন শুরু হয়েছে।