নিজস্ব প্রতিনিধি , কলকাতা – কথা রাখলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। গতবারের মত এবারও ডিসেম্বরের মধ্যেই রাজ্যে হতে চলেছে প্রাথমিক টেট। যদিও স্থগিত আছে এখনও নিয়োগ প্রক্রিয়া। আর এর মধ্যেই ফের রাজ্যে টেট পরীক্ষার আয়োজন করতে চলেছে পর্ষদ। আগামী ১০ ডিসেম্বর এই পরীক্ষা হবে বলে জানা গেছে।
আগের বছর ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল টেট। সময় মতো রেজাল্টও বেরিয়ে গিয়েছিল। ২০২২ সালের প্রাথমিক টেট পরীক্ষায় ১.৫ লক্ষ পরীক্ষার্থী পাশ করেছেন। টেট পাশ করে লক্ষ লক্ষ পরীক্ষার্থী বর্তমানে চাকরির আশায় দিন গুনছেন। কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।
যদিও নিয়োগ প্রক্রিয়া নিয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, আদালত নির্দেশ দিলেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। আর এর মধ্যেই আবার টেট নিয়ে তৎপরতা শুরু করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সামনের ডিসেম্বরেই এই পরীক্ষা নেওয়া হবে। স্কুল শিক্ষা দফতর থেকে সবুজ সংকেত এলেই বিজ্ঞাপন প্রকাশ করে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।