নিজস্ব প্রতিনিধি , কলকাতা – ৫ই সেপ্টেম্বর রাজ্য তথা দেশ জুড়ে পালিত হয়েছে স্বাধীন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এবং তার সঙ্গে পালিত হয়েছে শিক্ষক দিবস। গতকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু কথা ঘুরছে।”সেইসব শিক্ষকদের শুভেচ্ছা, যারা ছাত্রীকে পাত্রী বানিয়েছে”। স্বাভাবিকভাবে এমন ঘটনা নতুন না প্রায়ই আমাদের চারপাশে ঘটতে থাকে। এইদিন সকলেই তাদের শিক্ষকদের শুভেচ্ছা জানান। বাদ যাননি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজও। গতকাল সোশ্যাল মিডিয়ায় মা বাবা সহ অভিনেতা কাঞ্চন মল্লিকেও শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
গত ৩০শে আগস্ট অর্থাৎ রাখির দিন সোশ্যাল মিডিয়ায় তার এবং কাঞ্চনের ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। তাদের বন্ধুত্বের ১১ বছর পূর্ণের কথা জানান সকলকে। রাখির পর শিক্ষক দিবসেও ছবি পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন,” আমার জীবনে পাওয়া শ্রেষ্ঠ শিক্ষক এবং শিক্ষিকা।যারা শুধু আমাকে পুঁথিগত বিদ্যায় শিক্ষিত করেনি। জীবনের এবং মানবিকতার মূল্যবোধ শিখিয়েছে। জীবনে সঠিক পথে চলার পরামর্শ দিয়েছে,এবং এখনও জীবনে সঠিকভাবে মাথা উঁচু করে চলার পরামর্শ দিচ্ছে, এখনও অনেক কিছু শেখার এবং জানার বাকি আছে,,আমি মেনে চলি মাথা নিচু করে শিখতে হয়,মাথা উঁচু করে বাঁচতে হয়। আমার সকল প্রিয় শিক্ষকদের ধন্যবাদ যাঁরা শুধু আমার শিক্ষকই নন, আমার বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শকও…আপনার মতো মহান শিক্ষক পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি”।
তারপর থেকেই সোশ্যাল মিডিয়ার রীতিমত ট্রোল শুরু হয় অভিনেত্রীকে নিয়ে। একজন লিখেছেন,”কে জানে উনি কাঞ্চন মল্লিকের থেকে কী শেখেন!” তবে এইসব নিয়ে কিছু বলেন না। তিনি বলেন “সত্যিই, এর থেকে প্রিয়তম লিখলে ভাল হত”।
২০২১ সালে থেকে তাদের সম্পর্ক নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। তাদের সম্পর্ক নিয়ে প্রথম মুখ খোলেন কাঞ্চনের স্ত্রী পিঙ্কি। পিঙ্কি বন্দোপাধ্যায় জানান,” তার এবং কাঞ্চনের সম্পর্কে তৃতীয় ব্যক্তি এসেছে সে হলো শ্রীময়ী”। এ বিষয়ে প্রশ্ন করায় দুজনের কেউই সেই উক্তি মেনে নেননি।
বেশ কিছুদিন আগে তৃণমূল নেতা মদন মিত্রর ছবি ‘ওহ লাভলি’র স্ক্রিনিংয়ে একই কালারের পোশাকে নজর কেড়েছেন শ্রীময়ী এবং কাঞ্চন। এছবি দেখে নেটিজেনরা নাম দিয়েছে ‘শোভন-বৈশাখী লাইট’। বর্তমানে ডিভোর্সের মামলা চলছে কাঞ্চন ও পিঙ্কির। অভিনেতা জানিয়েছেন পিঙ্কি তাকে তার ছেলের সঙ্গেও দেখা করতে দেয়না। সম্প্রতি কাঞ্চনকে দেবের ‘প্রধান’ সিনেমায় দেখা যাবে।