নিজস্ব প্রতিনিধি , কলকাতা – বন্ধুত্বপূর্ণ ডিভোর্সের পর ক্রমেই তিক্ততা শুরু হয়েছে জিতু-নবনীতার সম্পর্কে। বলা চলে বর্তমান সময়ের টক্সিক রিলেশনশিপের মত। বিচ্ছেদ হবার পর একে অন্যের নামে অপ্রীতিকর মন্তব্য করা। তেমনভাবেই গত এক সপ্তাহ ধরে কার্যত শুরু হয়েছে তাদের মধ্যে এমন ঘটনা। এ একে দোষ দিচ্ছে তো সে তাকে। ঘটনার সূত্রপাত হয় নবনীতা তার নতুন প্রেমিক স্নেহালের সঙ্গে গোয়া ঘুরতে যাবার ফটো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই। নেটিজেনদের মধ্যে শুরু হয় শোরগোল। অনুরাগীরা প্রশ্নও তোলে তাহলে কি পুরোনো সম্পর্কের স্মৃতি ভুলে নবনীতা শুরু করছে নতুন পথচলা।
টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন নবনীতা ও জিতু। চলতি সময়ে তাদের ডিভোর্সের কথা জানার পর থেকেই টলিপাড়ায় অন্যতম ও চর্চিত বিষয় নবনীতা ও জিতুর বিবাহ বিচ্ছেদ। গত ২৯ শে জুন সোশ্যাল মিডিয়ায় নবনীতা পোস্ট করে জানায় তাদের সম্পর্কের ইতি টানার কথা। তবে বরাবরই চুপ থেকেছেন জিতু। স্ত্রীর সমন্ধে কোনও খারাপ কথা বলতে ও শুনতে চায় না।
গতকাল এরপরই সোশ্যাল মিডিয়ায় নিজেদের ফুলশয্যার ফটো পোস্ট করে নবনীতা। যা কার্যত আগুনের ঘি ঢালার মত কাজ করেছে। তারপরই সরাসরি বিস্ফোরক মন্তব্য করেন জিতু। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখেছেন,”ফোন থেকে বিরতি নিচ্ছি, কারণ কিছুটা মুক্ত বাতাস উপভোগ করতে চাই”। কেন এমন মন্তব্য অভিনেতার? কাকে ইঙ্গিত করে এমন বক্তব্য? নবনীতা ও স্নেহালের সম্পর্ক নিয়ে যেসব কথা উঠছে সেই নিয়ে নাকি স্ত্রী নবনীতাকে বললেন।
পেশায় ব্যবসায়ী স্নেহাল অধিকারী। কিছুদিন আগে গোয়ার হোটেলের বারান্দায় দেখা মিলেছে নবনীতার। সেই একই লোকেশনে ছবি পোস্ট করেছেন স্নেহালও। প্রশ্ন করায় অভিনেত্রী জানান,” স্নেহাল আমার নতুন বন্ধু। কয়েক মাস হল আলাপ হয়েছে। তার সঙ্গে তো এমন কোনও কথা রটা উচিত নয়”।
নবনীতা ও স্নেহালের সম্পর্ক নিয়ে প্রশ্ন করায় উত্তরে জিতু জানান, ” আমার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের টানাপোড়েন নিয়ে মন্তব্য করে ভুল করেছন। আমি পরিণত হয়ে সেই ভুল করতে পারি না। এখনও নিজের ভুলটা বুঝতে পারে”। এদিকে নবনীতা জানান, “ইগো এবং আন্ডারস্ট্যান্ডিং না হবার কারণেই আলাদা হয়েছেন তারা। তৃতীয় ব্যক্তি এখানে কেউ নেই”।