নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা – সুরেন্দ্রনাথ কলেজের প্রথম বর্ষের ছাত্রের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল হাবড়ায়। উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার উত্তর হাবরা এলাকার বাসিন্দা স্বাগত বণিকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় পূর্ব মেদিনীপুরের ক্ষীরাইয়ের রেললাইনের পাশ থেকে। আর তারপর থেকেই উঠছে একাধিক প্রশ্ন।
পরিবারের দাবি, হাবরা থেকে শিয়ালদাহ কলেজের প্রজেক্ট আনতে যাওয়ার পর আর বাড়ি না ফেরায় তারা খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে পুলিশ খবর দেয় পূর্ব মেদিনীপুরের ক্ষীরাইয়ে রেল লাইনের পাশ থেকে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের। কীভাবে তাঁর মৃত্যু হল? কী করেই বা সে সেখানে গেল? এরকমই একাধিক প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা। পরিবারের লোকেরা মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।
এলাকায় মেধাবী ছাত্র বলে পরিচিত এই স্বাগত বণিক। এই রহস্য মৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। বাড়ি থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে তার মৃতদেহ উদ্ধার ঘিরে পরিবার ও প্রতিবেশীরা তুলছে একাধিক প্রশ্ন? মঙ্গলবার রাতে মৃতদেহ ছাত্রের বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন আত্মীয় পরিজনেরা। এই ঘটনায় যে বা যারা জড়িত তাঁদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ।