নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন – অবশেষে সব জল্পনার অবসান। করোনা আতঙ্ক কাটিয়ে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী ৯-১০ই সেপ্টেম্বর জি-২০ সম্মেলনের আসর বসছে ভারতে। এই সম্মেলনে ভারতে আসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তবে গত পরশু মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনায় আক্রান্ত হওয়ায় বাইডেনের ভারতে আশা নিয়ে সংশয় ছিল। অবশেষে সব জল্পনা দূর হয়েছে। করোনা রিপোর্ট নেগেটিভ আসায় পূর্ব নির্ধারিত সূচি মেনেই আগামীকাল ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিন হোয়াইট হাউসের প্রেস সচিব জানিয়েছেন , দ্বিতীয়বারও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই আগামীকাল ভারত সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন জো বাইডেন। তবে মার্কিন প্রেসিডেন্টের না আসার জল্পনা উঠতেই বেশ চিন্তিত হয়ে পড়েছিল ভারত।
কারণ এমন আন্তর্জাতিক সম্মেলনে আগেই চীন ও রাশিয়ার প্রেসিডেন্টরা আসবেন না বলে জানিয়েছিলেন। এরপর মার্কিন প্রেসিডেন্ট না আসা মানে পৃথিবীর বৃহত্তর ৩ মহা শক্তিশালী দেশ না আসা। এক্ষেত্রে অনেকটা গুরুত্ব হারিয়ে ফেলবে এই সম্মেলন। তবে আপাতত সব জল্পনার ইতি।
উল্লেখ্য , সোমবার মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তার মৃদু উপসর্গ রয়েছে। এই বিষয়ে জানিয়েছিলেন জিল বাইডেনের কমিউনিকেশন ডিরেক্টর এলিজাবেথ আলেকজান্ডার।