23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    কুড়মিদের ‘কালা দিবস’ উদযাপন, মামলা গড়াবে অবরোধ পর্যন্তও

    নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া – ১৯৫০ সালের ৬ই সেপ্টেম্বর আজকের দিনে কুড়মি জনজাতির সহ বেশ কয়েকটি জাতিকে অজ্ঞাত কারণে তপশিলি তালিকা থেকে বাদ দেওয়া হয়। তাই এই দিনটিকে প্রতিবছর কালা দিবস পালন করে আসছে কুড়মি সমাজ।

    বুধবার দুপুরের এই কালাদিবস উপলক্ষে পুরুলিয়া সাহেব বাঁধ পাড়ে রঘুনাথ মাহাতোর মূর্তির পাদদেশ থেকে কয়েকশো কুড়মি সদস্যরা পুনরায় তপশিলি তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে বিশাল মিছিল করে। মিছিল শেষে পুরুলিয়া জেলা শাসক দপ্তরের বাইরে একটি প্রতিবাদ সভা করেন তারা। আগামী ২০ সেপ্টেম্বর তিন রাজ্যে রেল অবরোধের দাবি তুলে সরব হন তারা।

    রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন শুরু করেছিল কুড়মিরা। এদিনের কালা দিবসের মাধ্যমেই আগামী ২০শে সেপ্টেম্বর রেল অবরোধের ডাক দেয় তারা। আন্দোলনের নেতৃত্বে রয়েছেন আদিবাসী কুড়মি সমাজের মূখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাত।

    এদিন অজিত বাবু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কুড়মিদের ভাষা সংস্কৃতি রক্ষার দাবিতে তাঁদের আন্দোলন রয়েছে। পুনরায় ST তালিকাভুক্ত করার দাবি জানিয়ে তাঁদের এই আন্দোলন। যদিও আগে রাজ্য তাঁদের ST তালিকার জন্য কেন্দ্রের কাছে চিঠি করে। সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্র রাজ্যের কাছে কমেন্ট ও জাস্টিফিকেশন চেয়ে পাঠায়। কিন্তু রাজ্য যে কমেন্ট ও জাস্টিফিকেশন পাঠায় তা সন্তোষজনক ছিল না। এর পরেই কেন্দ্রে ফের সংশোধিত কমেন্ট ও জাস্টিফিকেশন চেয়ে পাঠায়। যদিও অজানা কারণে সেই কমেন্ট ও জাস্টিফিকেশন পাঠায়নি।

    সেই ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে আগামী ২০ সেপ্টেম্বর রেল সড়ক অবরোধের দাবি জানিয়ে রাজ্য ও কেন্দ্রের কাছে চিঠি পাঠায়। যদিও এই নিয়ে রাজ্য সরকার তাঁদের সঙ্গে এখনও কোনো আলোচনা না করায় আগামী ২০ সেপ্টেম্বর অনির্দিষ্টকালের জন্য একযোগে উড়িষ্যা পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে তাদের এই রেল ও পথ অবরোধ করে প্রতিবাদ জানাবে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img