নিজস্ব প্রতিনিধি, কলকাতা – ২৫ অগস্ট থেকে ৬ সেপ্টেম্বর বুধবার শেষ হল বিধায়ক মদন মিত্রের কেরিয়ারের প্রথম টলিউড ছবি ‘লাভলি’র শো। নিজেই স্বীকার করেছেন সেই কথা। দর্শকদের অভাবনীয় সাড়া পেয়েছেন তিনি।
আজ জন্মাষ্টমীর দিন তাই ভবানীপুর থানার পাশে বিজলী সিনেমা হলে শেষ বারের মতো দর্শকদের ধন্যবাদ জানিয়ে ছবির লাস্ট ডে লাস্ট শো দেখছেন মদন মিত্র। দিনটা যেহেতু কৃষ্ণের জন্মদিন, তাই আজ নিজের নাতি সহ ভবানীপুরের ১০ শিশুকে কৃষ্ণ বেশে সাজিয়ে, নিজেও রাজকীয় বেশে সিনেমা হলে আসেন ‘ওঃ লাভলি’ মদন মিত্র। মানুষের ভালোবাসা পেয়ে তিনি অভিভূত বলে এদিন জানান মদন মিত্র।